চিটাগংয়ে সামনে সিলেটের মাঝারি সংগ্রহ
বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে সিলেট সিক্সার্সের। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচটি তাই অনেকটাই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নাসির-সাব্বিরের দল গড়েছে ১৬৫ রান।
আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সিলেটের শুরুটা ভালো ছিল না। ওপেনার আফিফ হোসেন (১) ও ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় (১১) দ্রুত সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে তারা।
এর পরই দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ক্যারিবীয় ওপেনার আন্দ্রে ফ্লেচার। তিনি ৫৩ বলে ৬৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। সাব্বির রহমান (৩২) ও পাকিস্তানি মোহাম্মদ নেওয়াজ (৩৪) মাঝারি মানের দুটি ইনিংস খেলেন।
এর আগে দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নাটকীয়ভাবে ১ রানে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ম্যাচে জয়ের জন্য ঢাকার সামনে লক্ষ্য খুব বড় ছিল না, মাত্র ১২৮ রান। এই রান তাড়া জিততে পারলেই শেষ চারে খেলা নিশ্চিত হয়ে যেত তাদের। কিন্তু তা পারেনি, ১২৬ রানে তাদের ইনিংস থামে।
অবশ্য এই হারেও ঢাকা ডায়নামাইটসের শেষ চারে খেলার আশাটা শেষ হয়ে যায়নি। প্লে-অফ পর্বে খেলতে হলে শেষ ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে জিততেই হবে তাদের। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কুমিল্লা উঠে গেল সবার ওপরে।