দারুণ কীর্তি গড়ে সাকিবের পাশে তাসকিন
জাতীয় দলের বাইরে বেশ কিছুদিন ধরে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে, আর টি-টোয়েন্টি শেষ ম্যাচ খেলেন গত বছর মার্চে। ফর্ম খরার কারণেই জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না তিনি। বিশ্বকাপের আগে নিজেকে ফিরে পাওয়ার জন্য দারুণ মঞ্চ পেয়ে গেলেন এই তরুণ পেসার। ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফর্ম করে নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন। প্রায় এক বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।
বিপিএলে বল হাতে উজ্জ্বলতা ছড়িয়ে শুধু জাতীয় দলেই ফিরেননি, দারুণ একটি কীর্তিও গড়েছেন তাসকিন। বিপিএলে এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারি হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
চলমান বিপিএলে তাসকিন ১২ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। তারকা স্পিনার সাকিব আল হাসানও গত আসরে ১৫ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন। আর ২০১৪-১৫ মৌসুমে বরিশাল বুলসের হয়ে ৯ ম্যাচে ২২ উইকেটে নিয়েছিলেন ক্যারিবীয় পেসার কেভিন কুপার। এবার অবশ্য তিনি খেলছেন না।
অবশ্য এবারের বিপিএলে তাসকিনের শুরুটা ভালো ছিল না। এক উইকেটও পাননি। আসরে তাঁর দল সিলেট সিক্সার্স ভালো না করলেও প্রথম ম্যাচ বাদে প্রতিটি ম্যাচেই বল হাতে উজ্জ্বলতা ছড়ান তিনি। এ ছাড়া তিনটি ম্যাচে চারটি করে উইকেট নিয়েছেন তিনি, চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্সের বিপক্ষে।
তাসকিনের এই কীর্তির দিনে তাঁর দল সিলেট ২৯ রানে জিতে আসর শেষ করেছে। আসরের শেষ চারে খেলা হচ্ছে না তাদের। ১২ ম্যাচে তারা ঝুলিতে পুরেছে ১০ পয়েন্ট।