পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন মাশরাফি
লিগ পর্বে দুই ম্যাচে কুমিল্লাকে স্রেফ উড়িয়ে দিয়েছিল মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। তবে কোয়ালিফায়ার ম্যাচের আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে শক্ত প্রতিপক্ষই বলেছিলেন তিনি। তাঁর আশঙ্কা সত্য করে রংপুরকে ৮ উইকেটে পরাজিত করে গতকাল ফাইনালে উঠে গেছে কুমিল্লা। ফেভারিট হওয়া সত্ত্বেও দলের এমন পরাজয়ের কারণ হিসেবে ব্যাটিংয়ে পরিকল্পনার অভাবকে দায়ী করেছেন মাশরাফি।
পাওয়ার প্লের ছয় ওভারে রংপুর রাইডার্স এক উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান করেছিল। মাশরাফি মনে করেন, এখানে ১৫-২০ রান কম হওয়ায় শুরুতেই পিছিয়ে গেছে তাঁর দল। এ সময় ব্যাটসম্যানদের যথেষ্ট পরিকল্পিত ব্যাটিং হয়নি জানিয়ে বলেছেন, ‘প্রথম ৬ ওভারে আমাদের উইকেট পড়েনি। পাওয়ার প্লের একেবারে শেষ বলে মিথুন রানআউট হয়েছে। আমরা ওই সময়ই পিছিয়ে গিয়েছি। প্রথম ৬ ওভারে মাত্র ৩৪ রান হওয়ায় আমরা ১৫-২০ রান কম করেছি। এই ফরম্যাটে এটা খুব কষ্টকর।'
শেষদিকে রাইলি রুশো ও বেনি হাওয়েলের মারমুখী ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় রংপুর। কিন্তু রাতে শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা আরো সহজ হয়ে যায়। মাশরাফিকে তাই ব্যাটিংয়ে শুরুর দিকের ব্যর্থতাই পোড়াচ্ছে। তবে প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানসকেও ম্যাচ জয়ের কৃতিত্ব দিয়েছেন তিনি। নিজেদের পরিকল্পনামতো খেলেই ভিক্টোরিয়ানসরা সাফল্য পেয়েছে জানিয়ে মাশরাফি বলেছেন, ‘যখন প্রতিপক্ষ কিছু করে সাফল্য পাবে, অবশ্যই সেটাকে তাদের কৃতিত্ব বলব। তারা যেটা পরিকল্পনা করেছে, সেটায় সফল হয়েছে।’
তবে আরো একটা সুযোগ পাবে মাশরাফির দল। ফাইনালে ওঠার সেই লড়াইয়ে ভুলত্রুটি শুধরে উঠতে চান রাইডারদের দলপতি। ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে সে ম্যাচ সামনে রেখে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘ভালো পরিকল্পনা থাকলে অনেক কিছুই হয়। আমাদের ব্যাটিংয়ের পরিকল্পনাটা একটু মজবুত করা দরকার। আশা করছি, এটা সামনের ম্যাচে কাজ করবে।’