ফাইনালে যেতে ঢাকার চাই ১৪৩ রান

বাঁচা-মরার লড়াই—জিতলে ফাইনালে, হারলে বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি তারা। প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটসের সামনে ছুঁড়ে দিতে পারেনি বড় লক্ষ্য। নির্ধারিত ওভারে মাশরাফির দল করে ১৪২ রান।
আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারের এই ম্যাচে রংপুরের ব্যাটসম্যানরা খুব একটা দৃঢ়তা দেখাতে পারেনি। দু-একজন বাদ দিলে অধিকাংশই ব্যর্থতার পরিচয় দিয়োছন। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা রবি বোপারা কিছুটা দৃঢ়তা দেখাতে না পারলে দলের সংগ্রহ এই পর্যায়েও আসত না।
বোপারা ৪৩ বলে ৪৯ রান করেন, এর মধ্যে শেষ ওভারেই নিয়েছেন ১৪ রান। এ ছাড়া মোহাম্মদ মিঠুন ৩৮ ও নাদীফ চৌধুরী ২৭ রান করেন। অন্যরা হয়েছেন ব্যর্থ।
রুবেল হোসেন, আন্দ্রে রাসেল ও কাজী অনিকের চমৎকার বোলিং নৈপুণ্যে রংপুরের ব্যাটসম্যানরা খুব সুবিধা করতে পারেননি। রুবেল ২৩ রান দিয়ে চার উইকেট নেন এবং রাসেল ও অনিক পান দুটি করে উইকেট।
লিগ পর্বে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থাকায় এবারের বিপিএলের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে খেলেছিল রংপুর। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরেছিল তারা। তাই দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাচ্ছে তারা।
এর আগে লিগ পর্বে দুবার মুখোমুখি হয়েছিল রংপুর ও কুমিল্লা। দুবারই কুমিল্লাকে তুলাধোনা করেছিল মাশরাফির দল। প্রথম দেখায় মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায় কুমিল্লা। এরপর দ্বিতীয় লড়াইয়ে ৭২ রানে অলআউট হয়েছিল তামিম ইকবালের দল। কিন্তু শেষ চারের ম্যাচে কুমিল্লার কাছে হেরে যায় রংপুর।
লিগ পর্বে শেষ ম্যাচ জিতে প্লে-অফের টিকেট পায় শক্তিশালী ঢাকা। তাই পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান পায় তারা। এলিমিনেটরে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয় ঢাকা। সেখানে চিটাগংকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করে সাকিবের দল। এবার ফাইনালের ওঠার লড়াই ঢাকার সামনে।