শতক থেকে দশ রান দূরে তামিম
দ্বিতীয় রাউন্ডে তিনি ছিলেন চরমভাবে ব্যর্থ। রাজশাহীর বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে শূন্য এবং দ্বিতীয় ইনিংসে মাত্র চার রান করেছিলেন। ঘরের মাঠ বলেই হয়তো এবার জ্বলে উঠেছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের প্রথম ইনিংসে শতক থেকে মাত্র ১০ রান দূরে তিনি।
শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে তামিম ৯০ রান করে অপরাজিত রয়েছেন। ৫৭.১ ওভারে তাঁর দল চট্টগ্রাম দুই উইকেট হারিয়ে করেছে ২০৬ রান। জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল ৫৬ রান করে সোহাগ গাজীর শিকার হয়ে মাঠ ছেড়েছেন।
ইমতিয়াজ হোসেনের শতকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট প্রথম দিন শেষে তাঁরা চার উইকেট হারিয়ে করেছে ২৩৬ রান। ইমতিয়াজ হোসেন ১২৫ ও রুমান আহমেদ ৮১ রানে অপরাজিত রয়েছেন। রাজশাহীর হয়ে ৪৪ রানে দুই উইকেট নিয়েছেন মঈনুল ইসলাম। ইমতিয়াজ দ্বিতীয় রাউন্ডেও শতরান করেছিলেন।
ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান রাকিবুল হাসানের ব্যাটিং দৃঢ়তায় বড় ইনিংস গড়তে যাচ্ছে ঢাকা বিভাগ। ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচে তিনি ৮৯ রানে অপরাজিত রয়েছেন। প্রথম দিন শেষে তাঁর দল ঢাকা বিভাগ করেছে ২৬১ রান চার উইকেট হারিয়ে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছে খুলনা বিভাগ। রংপুর বিভাগের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২১১ রানেই প্রথম ইনিংস গুটিয়ে নেয় তারা। স্পিনার সঞ্জিত শাহা ও সোহরাওয়ার্দী শুভর বোলিং-তোপেই মূলত অল্প রানে থেমে যায় খুলনার প্রথম ইনিংস। দুজনেই চার উইকেট করে নিয়েছেন।
জবাবে রংপুর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথম দিন শেষে ২৩ রান করে তারা দুই উইকেট হারিয়ে।