বিপিএলের আগের পাঁচ ফাইনাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা নামতে যাচ্ছে আজ। ফাইনালে মুখোমুখি হবে শিরোপাপ্রত্যাশী দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বিপিএলে আরো পাঁচটি আসর হয়েছে, যার মধ্যে চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন মাশরাফি বিন মুর্তজা। আর একবার শিরোপা জিতেছেন সাকিব আল হাসান।
সবচেয়ে বেশি তিনবার শিরোপা জিতে টুর্নামেন্টের সফলতম দল ঢাকা। প্রথম দুই আসরে টানা দুবার চ্যাম্পিয়ন হয় ঢাকা। তখন দলটির নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি বিপিএলের প্রথম আসরের ফাইনালে বরিশাল বার্নার্সকে ৮ উইকেটে হারিয়ে প্রথম শিরোপা জিতে ঢাকা। প্রথমে ব্যাট করে ব্র্যাড হজের ৭০ রানের ওপর ভর করে ৭ উইকেটে ১৪০ রান করে বরিশাল। জবাবে পাকিস্তানি ইমরান নাজিরের ৭৫ ও এনামুল হক বিজয়ের ৪৯ রানে মাত্র ১৫.৪ ওভারেই দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।
২০১৩ সালে পরের মৌসুমে আবার ফাইনালে যায় ঢাকা গ্ল্যাডিয়েটরস। ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনালে চিটাগং কিংসকে ৪৩ রানে পরাজিত করে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ফ্র্যাঞ্চাইজি দলটি। এনামুল হক বিজয়ের ৫৮ ও সাকিব আল হাসানের ৪১ রানে প্রথমে ব্যাট করে ১৭২ রান তোলে ঢাকা। জবাবে ১২৯ রানেই থেমে যায় চিটাগংয়ের ইনিংস।
২০১৫ সালে তৃতীয় আসরের ফাইনালে ওঠে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও বরিশাল বুলস। প্রথমে ব্যাট করে মাহমুদুল্লাহ রিয়াদের ৪৮ ও শাহরিয়ার নাফীসের ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান করে বরিশাল। তবে ইমরুল কায়েসের ৫৩ ও অলক কাপালির অপরাজিত ৩৯ রানে তিন উইকেটে ম্যাচ জিতে প্রথম শিরোপা ঘরে তোলে কুমিল্লা। অধিনায়ক হিসেবে টানা তৃতীয় শিরোপা জেতা হয় মাশরাফি বিন মুর্তজার।
চতুর্থ আসরে সাকিব আল হাসানের নেতৃত্বে পুনরায় শিরোপার দেখা পায় ঢাকা। ২০১৬ সালের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনালে এভিন লুইসের ৪৫ ও কুমার সাঙ্গাকারার ৩৬ রানের ইনিংসের বদৌলতে ৯ উইকেটে ১৫৯ রান করে ঢাকা ডায়নামাইটস। জবাবে মাত্র ১০৩ রানে গুটিয়ে গিয়ে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ড্যারেন স্যামির রাজশাহী কিংসকে।
২০১৭ সালে পঞ্চম আসরে আবার শিরোপা জয়ের হাসি হাসেন মাশরাফি। ক্রিস গেইলের অতিমানবীয় ১৪৬ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে এক উইকেটে ২০৬ রান তোলে মাশরাফির রংপুর রাইডার্স। জবাবে মাত্র ১৪৯ রান তুলতে পারে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।