মাহমুদউল্লাহর শাস্তি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/17/photo-1550401073.jpg)
নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজও হাতছাড়া করেছে মাশরাফির দল। সিরিজ হারের পর আরো একটি দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ, দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ শাস্তি পেয়েছেন।
গতকাল শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন মাহমুদউল্লাহ। তাঁর সঙ্গে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকেও জরিমানা করা হয়েছে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়ে মাঠ ছাড়ার সময় সীমানার পাশে থাকা বেড়ায় ব্যাট দিয়ে আঘাত করেছিলেন মাহমুদউল্লাহ। আর বোলিংয়ের সময় অশালীন করেছিলেন বোল্ট। আইসিসির আচরণবিধি অনুযায়ী দুজনকে একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙায় মাহমুদউল্লাহর ম্যাচ ফির ১০ শতাংশ এবং বোল্ট ২.৩ ধারা ভেঙেছেন বলে ১৫ শতাংশ কেটে রাখা হয়েছে।
দুজনেই নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
২০১৬ সালের সেপ্টেম্বরে আচরণবিধির নতুন নিয়ম চালু হওয়ার পর দুজনেরই এটি প্রথম শাস্তি।
এদিকে, সিরিজে টানা দুই হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। আগামী বুধবার ডানেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
পরে তিনটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম টেস্ট হবে হ্যামিল্টনে ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, দ্বিতীয় টেস্ট ৮ থেকে ১২ মার্চ ওয়েলিংটনে, তৃতীয় টেস্ট ক্রাইস্টচার্চে ১৬ থেকে ২০ মার্চ।