বাছাইপর্বের বাধা পেরোল জার্মানি-পোল্যান্ড
বিশ্বকাপজয়ী জার্মানি খুব সহজেই ২০১৬ ইউরো কাপের বাছাইপর্ব পেরিয়ে যাবে, এমনটাই হয়তো অনুমান করেছিল ফুটবলবিশ্ব। কিন্তু তেমনটা হয়নি। চূড়ান্ত পর্ব নিশ্চিত করার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জার্মানিকে। পোল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত অবশ্য ইউরো কাপের মূল পর্বের টিকেট নিশ্চিত করে ফেলেছে চারবারের বিশ্বকাপজয়ীরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে জার্মানির পাশে নাম লিখিয়েছে পোল্যান্ড। ২০১৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরো কাপে অংশ নেওয়ার সুযোগ আছে আয়ারল্যান্ডেরও। তবে সে জন্য তাদের পেরোতে হবে প্লে-অফের বাধা।
রোববার জর্জিয়ার বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচটাও খুব কষ্ট করেই জিততে হয়েছে জার্মানিকে। তবে ২-১ গোলের এই জয় দিয়ে অবশ্য স্বস্তির নিশ্বাস ফেলেছে জোয়াকিম লোর শিষ্যরা। এই জয়ের ফলে ‘ডি’ গ্রুপের শীর্ষে থেকেই ইউরো কাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে জার্মানি। আর বাঁচা-মরার লড়াইয়ে পোল্যান্ডও ২-১ গোলে হারিয়েছে আয়ারল্যান্ডকে। টানা পঞ্চম ম্যাচে গোল করেছেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদভস্কি। তাঁর হেড থেকেই এসেছে ম্যাচের জয়সূচক গোলটি।
সব মিলিয়ে ১৩টি গোল করে লেভানদভস্কি ছুঁয়েছেন ইউরো বাছাইপর্বে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড। এর আগে ২০০৮ সালের ইউরো বাছাইপর্বে ১১ ম্যাচ খেলে ১৩টি গোল করেছিলেন নর্দার্ন আয়ারল্যান্ডের স্ট্রাইকার ডেভিড হিলি। আর লেভানদভস্কি এই ১৩ গোল করেছেন ১০ ম্যাচ খেলে।
ইউরো কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে গেলেও শিষ্যদের পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারেনি জার্মানির কোচ জোয়াকিম লোকে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা জানি, আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমরা নিজেরাই আমাদের জীবন কঠিন করে তুলেছি।’ তবে ২০১৬ সালে মূল আসরে আবার নিজেদের সহজাত লড়াকু মনোভাব ফিরিয়ে আনার ব্যাপারেও আশাবাদ প্রকাশ করেছেন জার্মান কোচ, ‘আমাদের আরো অনেক কিছু করতে হবে। কিন্তু এই দলটা অনেক ভালো। মূল প্রতিযোগিতা শুরুর আগে তিন-চার সপ্তাহ অনুশীলন করলেই দলের সক্ষমতা আরো বেড়ে যাবে।’
রোববার ইউরো বাছাইপর্বের অপর ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল।