নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

শেষ বলের রোমাঞ্চে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে তিন উইকেটে পরাজিত করেছে সফরকারী অস্ট্রেলিয়া। আরো নির্দিষ্ট করে বললে শেষ ওভারের নাটকীয়তায় জয় পেয়েছে অসিরা। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান প্রয়োজন ছিল অসিদের, উইকেটে ছিল না কোনো স্বীকৃত ব্যাটসম্যান। অথচ, উমেশ যাদবের করা ওভারের ছয় বল থেকে বরাবর ১৪ রান নিয়ে দারুণ জয় এনে দেন দুই পেস বোলার ঝাই রিচার্ডসন ও প্যাট কামিন্স।
শেষ দুই বলে জয়ের জন্য ৬ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। পঞ্চম বলে বাউন্ডারি আর শেষ বলে দৌড়ে দুই রান নিয়ে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। অথচ সমীকরণটা অনেক সহজ ছিল অসিদের জন্য। শেষ তিন ওভারে মাত্র ২১ রান প্রয়োজন ছিল তাদের, হাতে ছিল পাঁচটি উইকেট। কিন্তু ব্যাটসম্যানদের স্নায়ুর চাপের কাছে আত্মসমর্পণের কারণে একপর্যায়ে ম্যাচটা চলে যায় ভারতের হাতের মুঠোয়। স্পিনার মারকান্দের করা অষ্টাদশ ওভারে মাত্র ৫ রান নিতে পারে পিটার হ্যান্ডসকম্ব ও নাথান কল্টারনাইল। জাসপ্রিত বুমরাহর করা ১৯তম ওভারে সব একেবারে গুলিয়ে ফেলে অসিরা। মাত্র দুই রান তুলে আউট হয়ে যান দুই ব্যাটসম্যান। ফলে শেষ ওভারে দুই বোলারের ওপর ১৪ রান তোলার দায়িত্ব বর্তায়।
ম্যাচের শেষ ওভারে পরিষ্কার ফেভারিট ছিল ভারত। তবে দ্বিতীয় ও পঞ্চম বলে দুটি চার হাঁকান রিচার্ডসন ও কামিন্স। দুই বোলারের বীরোচিত ব্যাটিংয়ে নিশ্চিত জয়ের অবস্থায় থেকেও শেষ পর্যন্ত গোমড়া মুখে মাঠ ছাড়তে হয় ভারতীয়দের। অথচ মাত্র ১২৬ রানের পুঁজি নিয়ে দুর্দান্ত লড়াই করেছে বিরাট কোহলির দল। গ্ল্যান ম্যাক্সওয়েলের ৪৩ বলে ৫৬ রানের ইনিংসে লক্ষ্যটাকে অসিদের হাতছোঁয়া দূরত্বে মনে হলেও হাল ছাড়েনি ভারতীয় বোলাররা। ইনিংসের ১৫ থেকে ১৮তম ওভারে মাত্র ১২ রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়েছিল বুমরাহ-চাহালরা। তবে শেষ পর্যন্ত ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়াই।
বিশাখাপত্তমে টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া অস্ট্রেলিয়া বোলারদের কৃতিত্বে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনকে আটকে রাখে ১২৬ রানে। সর্বোচ্চ ৫০ রান করেন লোকেশ রাহুল। মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ২৯ ও অধিনায়ক বিরাট কোহলি ২৪ রান করে আউট হন। অসি পেসার নাথান কল্টারনাইল ২৬ রান দিয়ে নেন তিন উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র পাঁচ রানে মার্কাস স্টইনিস ও অ্যারন ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেট জুটিতে ডি শর্টকে নিয়ে ৮৪ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয়কে সময়ের ব্যাপার বানিয়ে ফেলেন ম্যাক্সওয়েল। তবে চতুর্দশ ওভারে ম্যাক্সওয়েল আউট হয়ে গেলে ম্যাচে নাটকীয়তা ফেরে।