সিরিজ জিতলেই র্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। এই সিরিজ জিতলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হবে মুশফিক-মাহমুদউল্লাহদের। র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে যাবে বাংলাদেশ। ব্যবধান যা-ই হোক, সিরিজ জিতলেই ওয়েস্ট ইন্ডিজকে সরিয়ে অষ্টম স্থান নিশ্চিত হবে টাইগারদের। আর নিউজিল্যান্ড সিরিজ জিতলে দ্বিতীয় স্থান ধরে রাখতে পারবে তারা।
বাংলাদেশ ৬৯ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছে। সিরিজ জিতলে যেমন র্যাঙ্কিংয়ে উন্নতি হবে, তেমনি ড্র করলে ৫ রেটিং বাড়বে ঠিক, কিন্তু কোনো উন্নতি হবে না টাইগারদের।
সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৮। তাই ৭৭ রেটিং নিয়ে নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ নেমে যাবে নবম স্থানে। আর নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে ২ রেটিং পয়েন্ট হারাবে বাংলাদেশ।
নিউজিল্যান্ড ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারত ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।
এ ছাড়া অস্ট্রেলিয়া চতুর্থ (১০৪), ইংল্যান্ড পঞ্চম (১০৪), শ্রীলঙ্কা ষষ্ঠ (৯৩) স্থানে রয়েছে।