সেঞ্চুরির অপেক্ষায় তাইজুল

টেস্টে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর মাত্র তিন উইকেট পেলেই টেস্ট ক্রিকেটে নতুন এই কীর্তি গড়বেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে এই মাইলফলক স্পর্শ করার সুযোগ তাইজুলের সমানে। এখন পর্যন্ত ২৩ টেস্টে ৯৭ উইকেট নিয়েছেন তিনি। এরমধ্যে দেশের মাটিতে ১৭ টেস্টে ৮১ উইকেট শিকার রয়েছে তার। বিদেশের মাটিতে ছয় টেস্টে ১৬ উইকেট পান তিনি।
এর আগে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিক টেস্টে ১০০ বা তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন। অবশ্য সাকিব এরেই মধ্যে নিয়ে ফেলেছেন ২০০ উইকেট। ৫৫ টেস্টে ২০৫ উইকেট ঝুলিতে পুরেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। আর ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে অবসরে যান রফিক।
এদিকে আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তিন ম্যাচের এই সিরিজে নেই সাকিব। চোটের কারণে বিশ্রামে তিনি। তাঁর অনুপস্থিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।
হ্যামিল্টনে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট হবে ৪ মার্চ পার্যন্ত। এরপর দ্বিতীয় টেস্ট ৮ থেকে ১২ মার্চ ওয়েলিংটনে এবং তৃতীয় টেস্ট ক্রাইস্টচার্চে ১৬ থেকে ২০ মার্চ।
বাংলাদেশ টেস্ট দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, খালিদ আহমেদ, নাঈম হাসান, ইবাদত হোসেন ও সৌম্য সরকার।