পাকিস্তানকে নির্বাসিত করার ভারতীয় দাবি নিয়ে আইসিসির বক্তব্য
ভারত-পাকিস্তানের রাজনৈতিক লড়াইটা সাম্প্রতিক কাশ্মীর ইস্যুতে শুধু রাজনীতির মাঠে থাকেনি। অন্য সব অঙ্গনের মতো ক্রিকেটেও এসে লাগে উত্তাপের আঁচ। ভারতে সংঘটিত এক হামলার পরিপ্রেক্ষিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে এ বছরের ইংল্যান্ড বিশ্বকাপের ম্যাচ না খেলার বিষয়ে মত দেন বেশ কিছু সাবেক ভারতীয় ক্রিকেটার। আইসিসিকে দেওয়া আনুষ্ঠানিক এক চিঠিতে পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে ক্রিকেটাঙ্গন থেকে নির্বাসিত করার দাবিও জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে ভারতের এমন প্রস্তাবে অসম্মতি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এ সপ্তাহেই দুবাইতে শেষ হয়েছে আইসিসির ছয় দিনব্যাপী বোর্ড মিটিং। শনিবার শেষ হওয়া সেই মিটিংয়ে ভারতের দাবি নিয়ে আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম ‘দি হিন্দু’র সঙ্গে আলাপচারিতায় বিসিসিআইর প্রশাসনিক কমিটির সভাপতি বিনোদ রাই জানিয়েছেন, আইসিসির বোর্ড মিটিংয়ে পাকিস্তানকে নির্বাসিত করার ব্যাপারটা তোলা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিসিসিআইর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল জোহরিকে আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর জানিয়েছেন, ভারতের দাবির পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট দেশের খেলায় নিষেধাজ্ঞা আরোপ করা তাদের হাতে নেই। পাশাপাশি বলেছেন, বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা না খেলার সিদ্ধান্তটা আইসিসি দেবে না, ভারত সরকারকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
মিটিংয়ে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন ভারতের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্বকাপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন। তবে পাকিস্তান যেহেতু আইসিসির স্থায়ী সদস্য, তাই সব টেস্ট খেলুড়ে দেশ একযোগে না চাইলে তাদের নির্বাসিত করা সম্ভব না বলেও জানিয়ে দেয় সংস্থাটি।
তবে আইসিসির আগামী মিটিংগুলোতেও পাকিস্তানকে নির্বাসিত করার বিষয়টি উত্থাপন করবে ভারত, জানান বিনোদ রাই।