দ্বিতীয় দিনেও বৃষ্টি হতে পারে ওয়েলিংটনে

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েলিংটনে প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভিজে গেছে। প্রবল বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন দুই আম্পায়ার। সিরিজে ফিরতে উন্মুখ বাংলাদেশ দলের জন্য খবর হচ্ছে, দ্বিতীয় দিনেও বৃষ্টির বাগড়ায় পড়তে পারে ওয়েলিংটন টেস্ট। আবহাওয়া বার্তায় এমনটাই জানা গেছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল ওয়ালিংটনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সঙ্গে ঝড়ো বৃষ্টিও হতে পারে। ম্যাচের প্রথম দিনে আজ স্থানীয় সময় ভোর ৬টা থেকে ঝড়ো বৃষ্টি শুরু হয়। এর ফলে খুব দ্রুত সময়ে মাঠে পানি জমে যায়।
বৃষ্টির প্রবল বাগড়ায় আজ টসই হয়নি। প্রথম সেশনের পুরো সময়টা চলে যাওয়ার পর মাঠ পরিদর্শন করেন দুই আম্পায়ার। কথা ছিল, মাঠ খেলার উপযুক্ত হলে ম্যাচ শুরু হবে। যদিও আম্পায়াররা মাঠ পরিদর্শনের সময়ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল।
মাঠে বল গড়ানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান গ্রাউন্ডসম্যানরা। কিন্তু থেমে থেমে আসা বৃষ্টির কারণে মাঠ খেলার উপযুক্ত না হওয়ায় স্থানীয় সময় দুপুর তিনটায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই ম্যাচ অফিসিয়াল। আবহাওয়া অফিস আশঙ্কা প্রকাশ করেছে দ্বিতীয় দিনের খেলা নিয়েও। তাদের পূর্বাভাস সঠিক হলে আগামীকালও ম্লান বদনে বসে থাকতে হবে বাংলাদেশ দলকে।