সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন মেসি
কিছুদিন আগেই পুনরায় লিওনেল মেসির আর্জেন্টিনা দলে ফেরার ঘোষণা এসেছিল। কোপা আমেরিকা আসরের আগে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত দলেও অন্তর্ভুক্ত করা হয় ফুটবল বিস্ময়কে। কিন্তু সত্যি কি ফিরছেন মেসি? বিশ্বজুড়ে আর্জেন্টিনার সমর্থকরা যেন একটা আবছা সন্দেহের ঘেরাটোপে ছিলেন। দলে নাম ঘোষণার পরও প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল অনেকের মাথাতেই। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে সমর্থকদের সব আশঙ্কা দূরে সরিয়ে দিয়েছেন মেসি।
সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন এই ফুটবল সুপারস্টার। ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উপলক্ষে স্পেনে অনুশীলন করছে আর্জেন্টিনা দল। রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠে গতকাল সেখানে দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি। আগামী ২৩ মার্চ দিবাগত রাতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২৬ মার্চ দিবাগত রাতে মরক্কোর বিপক্ষে লড়বে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী জুন থেকে ব্রাজিলে শুরু হবে লাতিন আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার ২০১৯ আসর। এর আগে দুবার কোপা এবং একবার বিশ্বকাপের ফাইনালে উঠলেও আর্জেন্টিনার হয়ে এখনো বড় কোনো শিরোপা ছোঁয়া হয়নি মেসির। অ্যালবিসেলেস্তেদের হয়ে একটা শেষ চেষ্টা করার জন্য কিছুদিন আগে আবার ফিরে আসেন মেসি।
উল্লেখ্য, গত বছরের রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর আর আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যায়নি মেসিকে।