আবাহনীর অনায়াস জয়

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে পাঁচ উইকেটে পরাজিত করে সহজ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। আজ ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই ভালো পারফর্ম করে অনায়াস জয় পায় ঐতিহ্যবাহী দলটি। প্রথমে ব্যাট করা শাইনপুকুরের ২০৩ রান পাঁচ উইকেট হাতে রেখেই টপকে যায় মোসাদ্দেক হোসেনের দল।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আবাহনী। মাত্র ৪০ রানের মধ্যে জাতীয় দলের ওপেনার সাদমান ইসলামসহ তিন উইকেট তুলে নেন আবাহনীর বোলাররা। মিডলঅর্ডারে তৌহিদ হৃদয় (৩৯) ও আফিফ হাসানের (৪৮) ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাতে থাকে শাইনপুকুর। কিন্তু বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে শাইনপুকুর। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৩ রানে থামে তাদের ইনিংস। আবাহনীর হয়ে দুই স্পিনার মোসাদ্দেক তিনটি ও নাজমুল ইসলাম দুটি উইকেট নেন। পেসার রুবেল হোসেন নেন দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও ওয়াসিম জাফর সুন্দর সূচনা এনে দেন আবাহনীকে। দুজনের ৬২ রানের জুটি ভাঙে ৩৩ রান করে সৌম্য আউট হলে। ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্তকে (৪২) নিয়ে এরপর দলকে জয়ের পথে এগিয়ে নেন সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করে শরিফুলের বলে আউট হন তিনি।
শেষ পর্যন্ত নয় বল বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে আবাহনী। চমৎকার ইনিংসের জন্য ম্যাচসেরা খেলোয়াড় হন ওয়াসিম জাফর।