বিশ্বকাপ নিয়ে কোহলিদের সতর্কবার্তা দ্রাবিড়ের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/23/photo-1553345926.jpg)
দুয়ারে বিশ্বকাপ। আগামী ৩০ মে মাঠে গড়াবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। এই আসরকে ঘিরে দলগুলো নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। আসরে কেমন করবে কোন দল তা নিয়ে এখন চলছে যত আলোচনা। আসন্ন বিশ্বকাপে অন্যতম ফেভারিট ভারতও। কিন্তু বিরাট কোহলির দলের পক্ষে বিশ্বকাপ জেতা মোটেও সহজ হবে না বলে মনে করেন ভারতীয় ‘এ’ দলের কোচ রাহুল দ্রাবিড়।
সাবেক ভারতীয় অধিনায়কের মতে, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে একরকম ভালোই হয়েছে আমাদের দলের। বিশ্বকাপ জেতা যে মোটেও সহজ হবে না সেটা কোহলিরা কিছুটা হলেও বুঝতে পেরেছে বলে মনে করেন তিনি।
সম্প্রতি সাংবাদিকদের দ্রাবিড় বলেন, ‘দুই বছর ধরে দারুণ খেলছে ভারত। তাই দলটির খেলোয়াড়দের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে, বিশ্বকাপে যাবে—সহজেই জিতে যাবে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এই বার্তাটা অন্তত এসেছে বিশ্বকাপে সাফল্য পাওয়া মোটেও সহজ হবে না।’
তবে অস্ট্রেলিয়ার কাছে হারে মোটেও অবাক হননি সাবেক এই ভারতীয় অধিনায়ক, ‘ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর আমি একটুও অবাক হয়নি। তারপরও আমরা বিশ্বকাপে ফেভারিট। তবে আমাদের কঠ্নি লড়াই করতে হবে। প্রতিটি দল বিশ্বকাপে নিজেদের সেরাটা উজাড় করে দেবে, তাই লড়াইটা অনেক কঠিন।’
দীর্ঘ দেড়মাস ব্যাপী টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলে সবাই একে অন্যের সঙ্গে খেলবে। সেরা চারদল উঠবে সেমিফাইনালে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন লন্ডনের দ্য ওভালে। টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড ও ওয়েলসের ৮টি ভেন্যুতে বিশ্বকাপের প্রথম পর্বের নয় ম্যাচ খেলবে বাংলাদেশ।