আইসিসির বিশেষ সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটার

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশেষ সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় রুমানা আহমেদ। গত বছর বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশ নারী দলের লেগ স্পিনার রুমানা। ফর্মের স্বীকৃতি হিসেবে জায়গা করে নিয়েছিলেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে। এবার রুমানাকে বিশেষ সম্মাননা দিয়েছে আইসিসি। রবিবার আইসিসির পক্ষ থেকে ‘টিম অব দি ইয়ার’ ক্যাপ পেয়েছেন তিনি।
বাংলাদেশ নারী দলের জার্সি গায়ে ২৪ ম্যাচ খেলেছেন লেগ স্পিনার রুমানা। মাত্র ৪.৭৮ ইকোনমি রেটে এখনো পর্যন্ত নিয়েছেন ৩০টি উইকেট। ২০১৮ সালে প্রমীলাদের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট-শিকারী ছিলেন রুমানা। একটি ম্যাচে অবিশ্বাস্য বোলিং করে দুই রানে নিয়েছিলেন তিনটি উইকেট।
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন রুমানা। যদিও সেখানে নিজের সেরা ফর্মে ছিলেন না তিনি। চার ম্যাচে মাঠে নেমে চারটি উইকেট নিয়েছিলেন। তবে গত বছরের পারফরম্যান্সটা ছিল ঈর্ষণীয়। বল হাতে অসাধারণ একটা বছর কাটিয়েছেন এই প্রমীলা ক্রিকেটার।
আজ সেই ফর্মের স্বীকৃতি পেলেন রুমানা আহমেদ।