প্রিমিয়ার লিগে ষষ্ঠ জয় পেল রূপগঞ্জ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/29/photo-1553858589.jpg)
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে ষষ্ঠ জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৭২ রানে হারিয়েছে রূপগঞ্জ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নাঈম ইসলামের দল। এরপর পেসার মোহাম্মদ শহীদের দারুণ বোলিংয়ে দোলেশ্বরকে ১৯৩ রানে অলআউট করে দেয় রূপগঞ্জ।
এবারের প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা রূপগঞ্জের সঙ্গে জয় পাওয়াটা সহজ হবে না জানতেন দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার। মাত্র ৪৭ রানে রূপগঞ্জের দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও ফর্মে থাকা মেহেদী মারুফকে ফিরিয়ে ভালো কিছুর সম্ভাবনা জাগান দোলেশ্বরের বোলাররা। তবে অভিজ্ঞ শাহরিয়ার নাফীসের ৬৮, পাকিস্তানি অলরাউন্ডার আকবর-উর রহমানের ৬৭ ও অধিনায়ক নাঈম ইসলামের ৩১ বলে দ্রুতগতির ৪৩ রানের ওপর ভর করে ২৬৫ রানের লড়িয়ে পুঁজি পায় রূপগঞ্জ। দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা ১০ ওভারে ৫২ রান দিয়ে নেন চারটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে জাতীয় দলে খেলা পেসার মোহাম্মদ শহীদের বোলিং তোপে পড়ে প্রাইম দোলেশ্বর। দলীয় ৭০ রানে হারিয়ে ফেলে টপঅর্ডারের চারটি উইকেট। পঞ্চম উইকেট জুটিতে দোলেশ্বরের পাকিস্তানি ব্যাটসম্যান সাদ নাসিম (৬১) ও তাইবুর রহমান (৩২) দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। তবে দুজনের আউটের পর টপাটপ শেষদিকের উইকেটগুলো পড়ে যায়। চার ওভার বাকি থাকতেই ১৯৩ রানে অলআউট হয়ে যায় দোলেশ্বর।
৭২ রানে জয় পাওয়া ম্যাচে মাত্র ২৩ রানে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রূপগঞ্জের পেসার মোহাম্মদ শহীদ।