আইপিএলে জুয়া কেলেঙ্কারিতে ভারতীয় কোচ গ্রেপ্তার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জুয়ায় জড়িত থাকার অভিযোগে ভারত জাতীয় নারী দলের সাবেক কোচ তুষার অরোথকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গুজরাটের ভদোদরার একটি ক্যাফে থেকে গ্রেপ্তার করা হয় অরোথকে। এ সময় তাঁর সঙ্গে জুয়ায় জড়িত সন্দেহে আরো ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় গণমাধ্যমগুলো ভারতের নারী ক্রিকেট কোচের গ্রেপ্তারের সংবাদটি নিশ্চিত করেছে।
খবরে প্রকাশ, কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ চলাকালীন পুলিশের অপরাধ বিভাগের একটি দল সাবেক এই ভারতীয় কোচকে গ্রেপ্তার করে। হেমাং প্যাটেল ও নিশ্চল শাহ্ নামের দুই ব্যক্তির পাশাপাশি ভদোদরার অভিজাত অলকাপুরী এলাকায় অবস্থিত ওই ক্যাফেটির মালিক অরোথ নিজেও। ঘটনায় ওই দুই ব্যক্তিকেও আটক করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের ডেপুটি কমিশনার জয়দীপ সিং জাদেজা এই গ্রেপ্তারের বিষয়ে বলে, ‘ভারতীয় নারী দলের সাবেক কোচ অরোথসহ মোট ১৯ জনকে সোমবার আইপিএলের পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচ চলাকালীন গ্রেপ্তার করা হয়েছে। ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় তাঁদের বিরুদ্ধে জুয়ায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।’
পুলিশ কমিশনার আরো জানান, জুয়া খেলার অপরাধ-সংক্রান্ত ভারতীয় আইনের ৪ ও ৫ ধারা অনুযায়ী তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় বাবা নামক আরো একজন ব্যক্তির সম্পৃক্ত থাকার কথা জানিয়েছে পুলিশ। তবে তাঁকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন, গাড়ি, জুয়ার কাজে ব্যবহার করা মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ১৪ লাখ রুপি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাবেক কোচ তুষার অরোথ বরোদার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৪টি ম্যাচ খেলেছেন। ১৩টি শতক ও ৩১টি অর্ধশতকসহ ৬,১০৫ রান করেছেন। পাশাপাশি ২২৫টি উইকেট নিয়েছেন বল হাতে।
২০১৭ সালে পূর্ণিমা রাওয়ের বদলে ভারতীয় নারী দলের কোচের দায়িত্ব দেওয়া হয় তুষার অরোথকে। অরোথের অধীনে ওই বছর অনুষ্ঠিত নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারতীয় প্রমীলা দল। তবে ইংল্যান্ড নারী দলের কাছে ৯ রানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।