বিশ্বকাপে সেরা চারে খেলার লক্ষ্য বাংলাদেশের

ইংল্যান্ড বিশ্বকাপের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির প্রেসবক্স থেকে একে একে খেলোয়াড়ের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় অন্য দুই নির্বাচক আকরাম খান ও হাবিবুল বাশার সুমন পাশেই ছিলেন। বিশ্বকাপ দল নির্বাচনের ক্ষেত্রে এবার অভিজ্ঞতাকেই সবার আগে বিবেচনায় নিয়েছে নির্বাচক কমিটি। এবারের বিশ্বকাপে শেষ চারে ওঠার লক্ষ্যের কথা জানান নির্বাচকরা।
দল ঘোষণার পর এনটিভির সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এবং আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। দুজনেই এবারের দলটাকে অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ আখ্যা দেন। এবারের আসরে ভালো কিছু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন দুজনেই। বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লক্ষ্যের কথাও জানান তাঁরা। এবারের স্কোয়াডকে অনেকেই বাংলাদেশের ইতিহাসের সেরা বিশ্বকাপ দল হিসেবে আখ্যা দিয়েছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও প্রায় সমর্থন করলেন কথাটাকে। এবারের দল নিয়ে বড় ধরনের আশাবাদ ব্যক্ত করে প্রধান নির্বাচক এনটিভিকে বলেন, ‘অবশ্যই এক থেকে চারের মধ্যে থাকা আমাদের লক্ষ্য। আমি আত্মবিশ্বাসী যেহেতু এবার অনেক অভিজ্ঞ খেলোয়াড় দলে আছে।’
ইংলিশ কন্ডিশনে এত বড় প্রত্যাশা পূরণ করা এই দলের পক্ষে কটটুকু সম্ভব হবে জানতে চাইলে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা অনেক খেলোয়াড় আছেন এবারের স্কোয়াডে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ইনশাআল্লাহ আমি আশাবাদী যে, ইংলিশ কন্ডিশনে আমরা ভালো করতে পারব।’
এবারের বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাননি ইমরুল কায়েস ও পেসার তাসকিন আহমেদ। একই সঙ্গে মোসাদ্দেক হোসেনের দলে অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন আছে। ইমরুল-তাসকিনের বাদ পড়া ও মোসাদ্দেকের অন্তর্ভুক্তি নিয়ে জিজ্ঞেস করা হলে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘যেকোনো দল নিয়ে প্রশ্ন তো উঠতে পারে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আপনারা জানেন, তাসকিন পুরো ফিট নয়। ফিট থাকলে ও হয়তো দলে চলে আসত। তবে এখনো দেড় মাস বাকি আছে। এবারের বিশ্বকাপের ফরম্যাটের কারণে আগামী ২২ তারিখ পর্যন্ত দলে পরিবর্তন করার সুযোগ আছে। যদি ও ছন্দ ফিরে পায়, তাহলে আমরা দেখতে পারি।’
এবারের বিশ্বকাপে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ তিনটির দিকে আলাদাভাবে তাকিয়ে থাকবে টাইগার সমর্থকরা। এই তিন ম্যাচে কতটা ভালো করা সম্ভব, এমন প্রশ্নের জবাবে হাবিবুল বাশার বলেন, ‘আমি আসলে এইভাবে দেখছি না। আমি ৯টা ম্যাচের দিকেই লক্ষ্য রাখতে চাই। আমাদের লক্ষ্য সেমিফাইনাল খেলা। সেটা পূরণ করতে হলে তিনটা ম্যাচকে টার্গেট করলে হবে না। এটা খুব কঠিন হবে, কারণ সবকয়টি দলই এমন লক্ষ্য নিয়ে খেলবে। তবে এবারের ফরম্যাটের কারণে আমাদের জন্য এটা সত্যি কঠিন হবে।’