রূপগঞ্জের জয়রথ থামাল শেখ জামাল

এবারের প্রিমিয়ার লিগে ফর্মের চূড়ায় আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ধারাবাহিক পারফর্ম করে পয়েন্ট তালিকায় সবার উপরে আছে দলটি। তবে দারুণ ছন্দে খেলতে থাকা দলটিকে হারিয়ে চমকে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আজ ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তাদের চার উইকেটে হারিয়েছে ধানমণ্ডির দলটি। লিগে প্রথম হারের দেখা পেল রূপগঞ্জ
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। তবে ইনিংসের শুরু থেকেই শেখ জামালের বোলারদের তোপের মুখে পড়েন রূপগঞ্জের ব্যাটসম্যানরা। দলীয় ৫৩ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার মেহেদী মারুফ, মুমিনুল হক এবং অভিজ্ঞ শাহরিয়ার নাফিস। দলীয় ১০০ রানে অধিনায়ক নাঈম ইসলাম ফিরে যান। ওপেনার মোহাম্মদ নাঈম ১১২ বলে ধৈর্যশীল ইনিংস খেলে ৫৮ রানে আউট হন। এরপর পেসার খালেদ আহমেদের তোপে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। ৭.৩ ওভার বল করে ৩১ রানে চার উইকেট নেন বাংলাদেশ টেস্ট দলের এই পেসার।
ছোট রান তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় শেখ জামাল। ইনিংসের ত্রয়োদশ ওভারে ৪৩ রানের মধ্যে ওপেনার ইমতিয়াজ, শ্রীলঙ্কান দিলশান মুনাবিরা ও নাসির হোসেনের উইকেট তুলে দারুণ কিছুর ইঙ্গিত দেয় রূপগঞ্জ। তবে ওপেনিংয়ে নামা বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি ধৈর্যের সঙ্গে খেলতে থাকেন। দলীয় ৯৪ রানে অধিনায়ক নুরুল হাসান সোহানের আউটের কিছুক্ষণ পর ৯৯ বলে ৫৮ রান করা ইলিয়াস আউট হয়ে যান। আবার ম্যাচে উত্তেজনা ফিরে আসে।
ইনিংসের ৪২তম ওভারের শেষ বলে ষষ্ঠ বলে অলরাউন্ডার জিয়াউর রহমান ফিরে যান। তবে পরিস্থিতি অনুযায়ী ঠাণ্ডা মাথার ইনিংস খেলেন লেগস্পিনিং অলরাউন্ডার তানবির হায়দার। সপ্তম উইকেট জুটিতে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৩৬ রানের জুটি গড়ে দলকে দারুণ জয় এনে দেন তানবির। এবারের প্রিমিয়ার লিগে শেষদিকে নেমে আরো একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ৫৩ বলে ৪৩ রানে নটআউট থাকেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাইজুল অপরাজিত ছিলেন ১৩ রান করে। শেষ পর্যন্ত দুজনের সময়োপযোগী জুটির উপর ভর করে চার উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
ওপেনিংয়ে নেমে বিপর্যয়ের মুখে দারুণ ইনিংস খেলার জন্য ম্যাচসেরা হন শেখ জামালের ইলিয়াস সানি।