ভারতীয় লিগে বাংলাদেশের নারী ক্রিকেটার
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ভারতের নারী ‘টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ লিগে খেলবেন জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এরই মধ্যে নিশ্চিত করেছে, মিতালি রাজের অধিনায়কত্বে ভেলোসিটি দলের হয়ে খেলবেন তিনি।
গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিসিসিআই একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছিল, যা অত্যন্ত সফল হয়। এই সাফল্যের পর তারা এবার বড় পরিসরে নারী টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে।
ভেলোসিটির সঙ্গে আরো দুটি দল প্রতিযোগিতায় খেলবে। এগুলো হচ্ছে সুপারনোভাস ও ট্রেইলব্লেজার্স।
আগামী ৬ মে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে খেলবে সুপারনোভাস ও ট্রেইলব্লেজার্স। ৮ মে ভেলোসিটির মুখোমুখি হবে সুপারনোভাস। প্রত্যেক দল দুটি ম্যাচ খেলবে। ১১ মে শীর্ষ দুই দল ফাইনালে অংশ নেবে।
জাহানারা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ভারতীয় লিগে খেলতে যাচ্ছেন। অবশ্য তাঁর আগে রুমানা অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্স দলে ছিলেন। তবে আইসিসির বিশেষ ব্যবস্থায় সুযোগ পেয়েছিলেন তিনি।
জাহানারা আলম ডানহাতি মিডিয়াম পেসার। ৩৫টি ওয়ানডে ও ৫৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ৩০ ও ৩৯ উইকেট শিকার করেন।