সবার উপরে পাকিস্তান
প্রথমবারের মতো ৮০ দলের টি-টোয়েন্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।এর আগে টেস্ট ও ওয়ানডের হালনাগাদ বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান।
পাকিস্তান ২৮৬ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। এরপর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়, ইংল্যান্ড তৃতীয়, অস্ট্রেলিয়া চতুর্থ ও ভারত পঞ্চম স্থানে রয়েছে। এই চারদলই একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। দক্ষিণ আফ্রিকার ২৬২, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ২৬১ ও ভারতের পয়েন্ট ২৬০।
২২০ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে বাংলাদেশ। তাদের উপরে আছে নিউজিল্যান্ড (ষষ্ঠ), আফগানিস্তান (সপ্তম), শ্রীলঙ্কা (অষ্টম) ও ওয়েস্ট ইন্ডিজ (নবম)।
র্যাঙ্কিংয়ে একেবারেই তলানিতে ৮০তম স্থানে রয়েছে লেসথো তাদের পয়েন্ট শূন্য।
টি-টোয়েন্টি র্যাঙ্কিং :
র্যাঙ্কিং দল পয়েন্ট
১ পাকিস্তান ২৮৬
২ দক্ষিণ আফ্রিকা ২৬২
৩ ইংল্যান্ড ২৬১
৪ অস্ট্রেলিয়া ২৬১
৫ ভারত ২৬০
৬ নিউজিল্যান্ড ২৫৪
৭ আফগানিস্তান ২৪১
৮ শ্রীলঙ্কা ২২৭
৯ ওয়েস্ট ইন্ডিজ ২২৬
১০ বাংলাদেশ ২২০