কেমন হবে বিশ্বকাপের পিচ?
আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলোর পিচ কেমন হবে, ব্যাটসম্যানরা সুবিধা পাবে নাকি বোলাররা ভালো করবে—তা নিয়ে চলছে ব্যাপক বিশ্লেষণ। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার মনে করেন আসন্ন বিশ্বকাপের পিচগুলো হবে ব্যাটিং সহায়ক, তবে সেখানকার প্রথাগত উষ্ণ কন্ডিশনে বল সুইং করবে।
সম্প্রতি এ বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে শচীন বলেন, ‘গত চ্যাম্পিয়নস ট্রফিতেও আমরা দেখেছি সূর্য ডোবার পরই উইকেটগুলো ছিল চমৎকার। গরমে উইকেট সাধারণত ফ্ল্যাট থাকে। আমি নিশ্চিত যে, ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের উইকেট হবে ব্যাটিং সহায়ক।’
ভারতীয় সাবেক তারকা আরো বলেন, ‘আমার মনে হয় না আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন না হলে কন্ডিশনে খুব বেশি পার্থক্য থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে বল কিছুটা ঘুরতে পারে।’
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং কে এল রাহুলসহ কয়েকজন খেলোয়াড় ভালো পারফরমেন্স করছেন। এটা বিশ্বকাপের জন্য সহায়ক হবে কি না— এমন এক প্রশ্নের জবাবে শচীন বলেন, ‘যেকোনো ফরম্যাটে ভালো পারফরমেন্স একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাস জোগায়। বিশ্বকাপে এই আত্মবিশ্বাসটা গুরুত্বপূর্ণ।’
শচীন আরো বলেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়রা কিছুটা সময় পাচ্ছে। উন্নতি করতে কী করতে হবে- সেটা বুঝার জন্য সবাই যথেষ্ট ক্রিকেট খেলছে।’