পিএসজি ছেড়ে রিয়ালে এমবাপ্পে?
রাশিয়া বিশ্বকাপে ফুটবলবিশ্ব মুগ্ধ বিস্ময়ে প্রত্যক্ষ করে কিলিয়ান এমবাপ্পে নামক এক তরুণের ফুটবল দ্যুতি। ফুটবলাঙ্গনে নামটা আগে থেকেই পরিচিত থাকলেও ফরাসি তারকার সত্যিকারের ঝলক দেখা যায় বিশ্বকাপেই। মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার পর এ মৌসুমে ক্লাব ফুটবলে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইর হয়েও দুর্দান্ত সময় কাটান এমবাপ্পে। পুরস্কার হিসেবে লিগ ওয়ানের মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু পুরস্কার গ্রহণ করার পর মঞ্চেই পিএসজি ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
পিএসজির হয়ে লিগ ওয়ানের চলতি মৌসুমে ২৮ ম্যাচে ৩২ গোল করেছেন এমবাপ্পে। পাশাপাশি সতীর্থদের ছয়টি গোলেও বলের জোগান দিয়েছেন তিনি। ইউরোপিয়ান প্রধান লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন শু’ জেতার ক্ষেত্রে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ঠিক পেছনেই আছেন এই ফরাসি ফরোয়ার্ড। পিএসজিকে লিগ ওয়ানের এ মৌসুমের শিরোপা জেতানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ২০ বছর বয়সী এই ফরাসি তারকা। তাই পিএসজির সতীর্থ নেইমারকে টপকে জিতে নিয়েছেন লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। সেইসঙ্গে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও তাঁরই হাতে ওঠে। কিন্তু রোববার রাতে পুরস্কার নেওয়ার পর মঞ্চে বক্তব্য রাখতে গিয়েই ছোটখাটো বোমা ফাটান এমবাপ্পে।
পুরস্কার হাতে নিয়ে পিএসজির এই তারকা ফরোয়ার্ড বলেন, ‘আমার মনে হয়, এটা আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ক্যারিয়ারের প্রথম অথবা দ্বিতীয় বাঁকবদলের মুখে এসে দাঁড়িয়েছি আমি। আমার মনে হয়, সময় এসেছে আরো বেশি দায়িত্ব নেওয়ার। আশা করি সেটা পিএসজির হয়েই হবে এবং হলে খুবই ভালো হবে। আর সেটা যদি না হয়, তাহলে নতুন কোনো ঠিকানায়ও হতে পারে।’
পুরস্কার বিতরণী মঞ্চে এমবাপ্পের বলা এই শেষ কথাটি নিয়েই গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করেছে। অনেক আগে থেকেই তাঁর পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে। এ ছাড়া রিয়ালের কোচ জিনেদিন জিদানের সঙ্গেও দারুণ সম্পর্ক রয়েছে তাঁর। তাই এমবাপ্পের বক্তব্যে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পূর্বাভাস দিচ্ছে ইউরোপের সংবাদমাধ্যমগুলো।