কে হতে পারেন তামিমের বিকল্প?
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট আগামী ৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে। সে ম্যাচের দল ঠিক করতে ব্যস্ত সময় পার করছেন নির্বাচকরা। তবে ওপেনার তামিম ইকবালের বিকল্প কে হতে পারেন, তা নিয়ে কিছুটা চিন্তিত নান্নু-হাবিবুলরা।
গত বিশ্বকাপে অনেকটাই ব্যর্থ ছিলেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও রান পাননি তিনি। অবশ্য সেই সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই বাঁহাতি ওপেনরা। সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তাই আসন্ন সিরিজে বিশ্রামে বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ওপেনার।
আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘তামিম আমাদের নিয়মিত ওপেনার, কিন্তু সে এই সিরিজে খেলছে না। সে আমাদের একজন পরীক্ষিত ক্রিকেটার। সর্বশেষ তিন টেস্টে সাদমান ইসলাম তামিমের সঙ্গে ওপেন করে। আসন্ন সিরিজে সাদমানের পার্টনার কে হবে সে বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা তরুণ কাউকে খেলাব নাকি অভিজ্ঞ কাউকে নেব, তা নিয়ে আলোচনা করছি।’
হাবিবুল বাশার আরো বলেন, ‘শেষ তিন টেস্টে সাদমান ভালো করেছে। কিন্তু সে এখনো তরুণ। তামিমের সঙ্গে ওপেনিংয়ে খেলায় তেমন চাপে ছিল না সে। তাই সাদমানের সঙ্গে কে ওপেন করবেন, তা আমরা এখনো ঠিক করিনি। দল ঘোষণায় দেরি করার এটাই আসল কারণ।’