পাকিস্তানে যাবে না ভারত, কঠিন সিদ্ধান্তের পথে পিসিবি
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের নাটকীয়তা যেন থামছেই না। এশিয়া কাপের পর এবার আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও পাকিস্তানে দল পাঠাবে না ভারত। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ পিসিবি। ভারত নিজেদের অবস্থান থেকে না সরে এলে তাদের ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ভাবছে পাকিস্তান।
২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হওয়ার কথা রয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করার কথা ছিল আজ। তবে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর তা স্থগিত করা হয়েছে। এমনটাই জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম।
পিসিবি সূত্রে সামা টিভি অনলাইনের খবরে বলা হয়, ভারত সরকার পাকিস্তানে দল পাঠানো নিয়ে একগুঁয়েমি অবস্থান ধরে রাখায় আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ‘মাইনাস ইন্ডিয়া’ ফর্মুলার কথা ভাবা হচ্ছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তটি জানিয়েছে আইসিসিকে ই–মেইল পাঠিয়ে। পরে আইসিসি জানিয়েছে পিসিবিকে। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডও আইসিসির মাধ্যমে ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়ার কথা ভাবছে।’
ভারতকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি করলে বা তাদের সঙ্গে না খেললে আর্থিক ক্ষতিতে পড়বে পাকিস্তান। এ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন সাবেক অধিনায়ক ও কোচ জাভেদ মিয়াঁদাদ। ‘ইন্ডিয়া টুডে’তে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্টো তোপ দাগলেন আইসিসিকে, ‘যা চলছে, সেটা তামাশা। আমরা যদি ভারতের সঙ্গে নাও খেলি, পাকিস্তানের ক্রিকেট শুধু টিকে থাকবে না, উন্নতিও করবে। আগেও দেখা গেছে এটা। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া আইসিসি ইভেন্টে কীভাবে আয় হয় সেটাই দেখতে চাই আমি।’