প্রতিদিনই প্রস্তুত থাকেন ফরহাদ রেজা
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ফরহাদ রেজা। দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে মাত্র ৪৭টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। সবশেষ দেশের হয়ে ২০১৪ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
ফরহাদ রেজা নিজেকে খানিক দুর্ভাগা ভাবতেই পারেন। তাঁর সতীর্থরা কিংবা কম বয়সী অনেক ক্রিকেটারই ঘুরে ফিরে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। কিন্তু এত বছরে সুযোগ মেলেনি ফরহাদ রেজার। তবুও হাল ছাড়তে রাজি নন এই পেসার। দেশের হয়ে মাঠে নামার জন্য প্রতিদিনই নিজেকে প্রস্তুত রাখেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে মিরপুরে আজ বুধবার অনুশীলনের শেষ দিন কাটলো বাংলাদেশ দল। আগামীকাল বিশ্রামের পর ৩০ ও ৩১ আগস্ট প্রাথমিক দলের ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এর পরই টেস্টের জন্য বাংলাদেশ দল চট্টগ্রাম যাবেন।
আজ অনুশীলনের সংবাদ মাধ্যমকে ফরহাদ রেজা বলেন, ‘শেখার কোনো শেষ নেই। খেলার জন্য প্রতিদিনিই নিজেকে প্রস্তুত রাখছি। আমি ক্রিকেট খেলি দুই জনের জন্য। একজন হলো আমার মা, আরেক জনের নাম বলবো না। ওরা অপেক্ষা করে যে কখন খেলব আমি। সেজন্যই নিজেকে সবসময় ফিট রেখেছি খেলার জন্য।’
এ ছাড়া নতুন বোলিং কোচের অধীনে কাজ করার আনন্দের কথাও জানান ফরহাদ, ‘আলহামদুলিল্লাহ্ সবাই ভালো করছে। আজকে সবাই পুরাতন বলে বল করেছে। তবে অমাদের প্রধান কাজ একই জায়গায় বল করা, যেটা সব কোচই বলে, সেও এই দিকে গুরুত্ব দিচ্ছে। একই জায়গায় বল করার অভ্যাসটা তৈরি করতে পারলে সব জায়গায় আমরা বল করতে পারব। আমাদের সবারই ভালো লাগছে।’