Beta

সামার অ্যাথলেটিকসে ফের দ্রুততম হাসান-শিরিন

৩১ আগস্ট ২০১৯, ১০:০০

স্পোর্টস ডেস্ক

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে গতকাল শুক্রবার হয়ে গেল জাতীয় সামার অ্যাথলেটিকস। এ প্রতিযোগিতার এবারের আসরেও দেশের দ্রুততম মানব হয়েছেন হাসান মিয়া ও দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার। এ নিয়ে টানা নয় বার দ্রুততম মানবী হলেন শিরিন।

গতকাল ইলেকট্রনিক টাইমারে হওয়া এ প্রতিযোগিতায় মেয়েদের ১০০ মিটারে সেরা হওয়া শিরিন সময় নেন ১২ দশমিক ২০ সেকেন্ড। অন্যদিকে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে নতুন দ্রুততম মানব হয়েছেন সেনাবাহিনীর অ্যাথলেট হাসান মিয়া।

টানা নয় বার সেরা হওয়ার প্রেরণা নিয়ে এবার এসএ গেমসে পদক জিততে চান শিরিন। প্রতিযোগিতা শেষে বললেন, ‘আমি অনেক পরিশ্রম করেছি। নৌবাহিনী আমাকে অনেক সুযোগ করে দিয়েছে। নিজের সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। এখন লক্ষ্য, এসএ গেমসে এর চেয়ে ভালো টাইমিং করার ও পদক জেতার।’

অন্যদিকে দ্রুততম মানব হাসান মিয়ার লক্ষ্যেও এসএ গেমস। তিনি বলেন, ‘এ নিয়ে টানা দুবার সামার অ্যাথলেটিকসে সেরা হলাম। এখন লক্ষ্য, এসএ গেমসে এর চেয়ে ভালো টাইমিং করার।’

Advertisement