বৃষ্টিতে ভেসে গেল প্রথম সেশন
চট্টগ্রাম টেস্টে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে আফগানিস্তান। কিন্তু সফরকারীদের জয়ের উল্লাসে বৃষ্টি বাধা হয়ে আছে। বৃষ্টির কারণে পঞ্চম দিনের প্রথম সেশন মাঠে গড়ায়নি। যার কারণে নির্ধারিত সময়েই লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ-আফগানিস্তান।
বেলা ১১টার দিকে বৃষ্টি পুরোপুরি থেমে যায়। মাঠ শুকানোর কাজও শুরু করা হয়। মাঠ পর্যবেক্ষণ করেন রিজার্ভ আম্পায়ার শরফুদ্দৌলা। তখনই আবার বৃষ্টি শুরু হয়। যার কারণে আবারও উইকেট কাভারে ঢেকে রাখা হয়।
বাংলাদেশের সামনে আফগানিস্তানের পাহাড়সম টার্গেট, যা টপকাতে অবিশ্বাস্য কিছু করতে হবে স্বাগতিকদের। যদিও তেমন কোনো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। এমন পরিস্থিতিতে বৃষ্টিই পারে আফগানদের বিপক্ষে হার ঠেকাতে। শেষ পর্যন্ত তাই হয় কি না, তা সময়ই বলে দেবে। তবে সে সম্ভাবনা কিছুটা হলেও আছে। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন কেটেছে মেঘ-বৃষ্টির লুকোচুরিতে। আজ সোমবার শেষ দিনের শুরুটাও বৃষ্টির দখলে।
গতকাল রোববার রাত থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আজ সকালেও বৃষ্টি চলছে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ও চারপাশ ঢেকে রাখা হয়েছে। মাঠের নানা জায়গায় পানি জমে আছে। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, বৃষ্টি থামার সম্ভাবনা কম।
আফগানিস্তানের দেওয়া ৩৯৮ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৩৬ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। দিন শেষে উইকেটে সাকিব আল হাসান ৩৯ ও সৌম্য সরকার কোনো রান না নিয়ে অপরাজিত আছেন। এখনো ২৬২ রানে পিছিয়ে বাংলাদেশ। হাতে বাকি চার উইকেট।
রোববার বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শুরু হয় সোয়া দুই ঘণ্টা দেরিতে। সকাল ১০টার পর বৃষ্টি থামে। বৃষ্টি থামলেও মাঠ তৈরি করতে বেশ সময় লাগে স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানদের। মাঠ তৈরি হলে অবশেষে ১১টা ৫০ মিনিটে শুরু হয় চতুর্থ দিনের খেলা।