আশা দেখানো বিপ্লবের হাতে তিন সেলাই

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া আমিনুল ইসলাম গতকাল বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৬৫তম টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে অভিষেক ক্যাপ পরেন। দেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচ দুর্দান্ত পারফরম্যান্সে রাঙালেন তরুণ এই লেগস্পিনার। কিন্তু সেই আনন্দের সঙ্গে কষ্টও যোগ হয়েছে। অভিষেক ম্যাচে আলো ছড়ানো বিপ্লব ইনজুরিতে পড়েছেন। তাতে তাঁর বাঁ হাতে তিনটি সেলাই করতে হয়েছে।
ম্যাচটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে নয় নম্বরে নামেন বিপ্লব। কিন্তু কোনো বল মোকাবিলা করার সুযোগ হয়নি। বল হাতে নিজের কোটার চার ওভারই বল করার সুযোগ পান। তাতে মাত্র ১৮ রান খরচায় নেন দুটি উইকেট। তবে ফিল্ডিং করার সময় বাঁ হাতে চোট পান তিনি। যদিও ম্যাচ চলাকালীন সেটা বোঝা যায়নি। গতকাল ম্যাচ শেষেও জানা যায়নি ইনজুরির খবর।
আজ বৃহস্পতিবার টিম হোটেলে সংবাদমাধ্যমের সামনে আসা বিপ্লবের হাতে ব্যান্ডেজ দেখা যায়। এরপর চোট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মাসাকাদজা একটি বল সোজা মেরেছিল এবং আমি সেটি সেভ করতে গিয়েছিলাম। কিন্তু বল ফেরাতে পারিনি। সেটি হাতে লেগেছে। বলটা আসলে রিটার্ন করার সুযোগ ছিল না। হাতে তিনটি সেলাই পড়েছে। এখন আল্লাহর রহমতে ভালোই লাগছে। ব্যথা আগের চেয়ে কমেছে। তবে ফিজিও যেভাবে বলবে, সেটাই করব।’
বাংলাদেশের পরের ম্যাচ আগামী শনিবার আফগানিস্তানের বিপক্ষে। যেহেতু দুদিন সময় আছে, সে ক্ষেত্রে পরের ম্যাচে বিপ্লবকে পাওয়া যায় কি না, তা নিয়ে সন্দেহ আছে। বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, বিপ্লবের ইনজুরি স্পিনিং হাতে নয়। কিন্তু পরের ম্যাচ যেহেতু দুদিন পরই, তাই এখনই কিছু বলা যাচ্ছে না।
ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরেই নির্বাচকদের নজরে আসেন বিপ্লব। সেটা ছিল ব্যাটসম্যান হিসেবে। বিকেএসপির মতো দলকে একাই টেনেছেন তিনি। ১৩ ম্যাচে করেছিলেন ৪৪০ রান, যাতে হাফসেঞ্চুরি ছিল চারটি। সেই ব্যাটসম্যান বিপ্লব কাল দেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচ রাঙিয়েছেন বোলার হিসেবে।
ম্যাচটিতে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৭৫ রান সংগ্রহ বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৩৬ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।