মেসির ফেরা নিয়ে ধোঁয়াশায় বার্সা
ইনজুরির কারণে নতুন মৌসুমে এখনো পুরোদমে মাঠে ফিরতে পারেননি লিওনেল মেসি। গত মঙ্গলবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সার শুরুর একাদশে প্রথম নেমেছিলেন। সেই ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে আবারও মাঠের বাইরে চলে যান। দলের সেরা ফরোয়ার্ড ঠিক কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, সেটা নিয়ে বেশ ধোঁয়াশায় কাতালান ক্লাবটি। বার্সা কোচ এরনেস্তো ভালভেরদে নিজেও জানেন না ঠিক কবে মাঠে ফিরবেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
মৌসুমের শুরুতে দলে ফেরার অনুশীলনে গত ৫ আগস্ট পায়ে চোট পান মেসি। যেটা এক মাসের জন্য মাঠের বাইরে ঠেলে দেয় আর্জেন্টাইন তারকাকে। চোট কাটিয়ে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডও গ্রানাদার বিপক্ষে বদলি হয়ে মাঠে নামেন তিনি। এরপর মঙ্গলবার শুরুর একাদশে নামেন। কিন্তু মাঠে নেমেই চোট পেয়ে ফিরতে হয় তাঁকে।
ম্যাচ শেষে অবশ্য মেসিকে নিয়ে আশার বাণী শুনিয়েছিলেন বার্সা কোচ ভালভেরদে। বলেছিলেন, মেসির চোট নিয়ে তেমন আশঙ্কা নেই। কিন্তু শেষ পর্যন্ত আগামীকাল রোববার গেতাফের বিপক্ষেও অধিনায়ককে স্কোয়াডে রাখতে পারেননি কোচ।
দল ঘোষণার পর মেসি ইনজুরি আপডেট নিয়ে বার্সা কোচ বলেন, ‘জানি না, সে কতদিন মাঠের বাইরে থাকবে। আমরা আশা করি, দ্রুত সে দলে ফিরবে। চোট গুরুতর নয়, ছোট একটা টান, তবে আমরা দেখব আগামী সপ্তাহে তার অবস্থার কেমন উন্নতি হয়। সে দ্রুত ফিরলে আমাদের জন্য দারুণ হবে। আর না ফিরলে আমরা এমন একজনকে হারাব যে ফল নির্ধারক। কিন্তু তাকে ছাড়া মানিয়ে নেওয়ার মতো খেলোয়াড় আমাদের আছে। এটা আমাদের জন্য একটা ধাক্কা, সেটা আমাদেরই সামাল দিতে হবে।’
উল্লেখ্য, আগামীকাল রোববার রাত ৮টায় গেতাফের মুখোমুখি হবে বার্সেলোনা।