শেলির স্বর্ণ জয়, ফেলিক্সের রেকর্ড—যেন ‘মাদার্স ডে’
মাতৃত্বকালীন ছুটির পর প্রথম কোনো বড় প্রতিযোগিতায় নামেন জামাইকান স্প্রিন্টার শেলি আন ফ্রেসার প্রাইস। ৩২ বছর বয়সে এসে বিশ্ব অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে রীতিমতো চমকে দিলেন তিনি। আজ সোমবার কাতারের দোহায় বিশ্ব অ্যাথলেটিক্সের ১০০ মিটারে দৌড়ে শেলি স্বর্ণ জিতেছেন ১০.৭১ সময় নিয়ে।
দোহার খলিফা স্টেডিয়ামে দারুণ কীর্তি গড়েছেন মার্কিনি স্প্রিন্টার অ্যালিসন ফেলিক্স। ৪x৪০০মিটার মিক্সড রিলে ইভেন্টে যুক্তরাষ্ট্রের হয়ে স্বর্ণ জয়ের সঙ্গে জামাইকান উসাইন বোল্টকে পিছনে ফেলেন ফেলিক্স। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে পাঁচটি ভিন্ন ইভেন্ট মিলে ১২তম স্বর্ণপদক জিতলেন তিনি।
১৩ মাস ছুটির পর ট্র্যাকে নেমে ফেলিক্স স্বর্ণ জয়ের পাশপাশি বিশ্বরেকর্ডও গড়লেন। ৩.০৯.৩৪ সেকেন্ডে দৌড় শেষ করলেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার ও তাঁর সতীর্থরা।
এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি স্বর্ণ পদক জয়ের রেকর্ড ছিল বোল্টের।
এ ছাড়া জ্যামাইকান স্প্রিন্টার শেলির স্বর্ণ জয় বিশ্ব অ্যাথলেটিকসের রোববারের দিনটি ছিল যেন ‘মাদার্স ডে’। মা হওয়ার পর এটিই তাঁর প্রথম কোনো পদক।
এদিকে নতুন রেকর্ড গড়ে অ্যালিসন ফেলিক্স বলেন, ‘এই পদক জয় আমার কাছে ভীষণ স্পেশাল। আমার ছোট্ট মেয়ে গ্যালারি থেকে আমায় জয় দেখছে, এটা আমার কাছে পৃথিবী মুঠোয় পাওয়ার মতো। আমার জন্য দুর্দান্ত একটা বছর।’