ক্যারিয়ার-সেরা ওয়ানডে র্যাংকিংয়ে আমির

ইংল্যান্ড বিশ্বকাপে মোহাম্মদ আমিরকে প্রথমে তালিকাতেই রাখেনি পাকিস্তান। শেষ মুহূর্তে সমালোচনার মুখে এক প্রকার বাধ্য হয়ে দলে ডাকা হয় বাঁহাতি এই পেসারকে। কিন্তু সুযোগ পেয়ে আমির যা দেখালেন, তাতে নিজেদের ভুল নিশ্চিতভাবে বুঝতে পেরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আমির। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও আলো ছড়ান। টানা ভালো করার পুরস্কার পেলেন আমির। দারুণ বোলিংয়ে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিংয়ের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন এই পেস বোলার। বাঁহাতি বোলার আমির মোট ছয় ধাপ এগিয়ে এখন আছেন সপ্তম স্থানে। আইসিসির ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে এটাই আমিরের ক্যারিয়ার-সেরা অবস্থান। রেটিং পয়েন্ট ৬৬৩। সমান রেটিং পয়েন্টের মালিক অসি ফাস্ট বোলার মিচেল স্টার্কেরও। তাঁর অবস্থান অষ্টম স্থানে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০-তে জিতেছে পাকিস্তান। বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়। দুই ম্যাচে আমিরের শিকার ৪ উইকেট, যার মধ্যে শেষ ম্যাচে ৫০ রান খরচায় আছে ৩ উইকেট। লঙ্কানদের বিপক্ষে এই পারফরম্যান্স আমিরকে উপহার দিয়েছে ক্যারিয়ার-সেরা ওয়ানডে র্যাংকিং। সেরা দশে ৭৯৭ পয়েন্ট নিয়ে বরাবরের মতো সবার ওপরে আছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে ট্রেন্ট বোল্ট ও কাগিসো রাবাদা।
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানিদের। ব্যাটসম্যানদের তালিকায় ১৬তম স্থানে উঠে এসেছেন ফখর জামান। সিরিজে টানা দুই হাফ-সেঞ্চুরিতে ৩২তম স্থানে উঠে এসেছেন হারিস সোহেল।