২০ বছর পর সিলেটে অ্যাথলেটিকস চালু
সিলেটে ২০ বছর পর আবারও চালু হলো অ্যাথলেটিকস। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দুদিনব্যাপী এই আয়োজনে দৌড়, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপসহ ৮০টি ইভেন্টে কয়েকশ প্রতিযোগী অংশ নেবেন।
আজ শুক্রবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘অ্যাথলেটিকস মিট সিলেট ২০১৬’-এর উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন আহমেদ সেলিম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুই দশক আগে সিলেটে অ্যাথলেটিকস চালু থাকলেও দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এই আয়োজনের মাধ্যমে পুনরায় সিলেটে নিয়মিত অ্যাথলেটিকস আয়োজনের শুভসূচনা ঘটল। প্রতিবছর নিয়মিত এ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।