শেষ দিনের নাটকীয়তার অপেক্ষায় জিদান
গত ফেব্রুয়ারি মাসের কথা। ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে ভীষণ হতাশ জিনেদিন জিদান। কোনো রকম রাখঢাক না করে রিয়াল মাদ্রিদের কোচ তখন বলে দিয়েছিলেন, তাঁর দলের স্প্যানিশ লা লিগা জয়ের আশা শেষ। তবে এখন ফরাসি-কিংবদন্তির মুখে ভিন্ন কথা। জিদানের আশা, শেষ রাউন্ডের নাটকীয়তায় সব হিসাব ওলট-পালট হয়ে উল্টে যাবে পাশার দান। বার্সেলোনা নয়, লা লিগার শিরোপা উঠবে রিয়ালের ঘরে।
জিদানের শিষ্যদের শিরোপা অবশ্য পুরোপুরি নির্ভর করছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার ওপরে। রোববার দুই দলই জয় পাওয়ায় শিরোপা নির্ধারণ হবে শেষ রাউন্ডে। এসপানিয়লকে ৫-০ গোলে উড়িয়ে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারানো রিয়ালের সংগ্রহ ৮৭ পয়েন্ট। আগামী রোববার শেষ ম্যাচে গ্রানাদাকে হারাতে পারলে শিরোপা ধরে রাখবে বার্সেলোনা। আর তা হলে দেপোর্তিভো লা করুনাকে হারালেও কোনো লাভ হবে না রিয়ালের।
তবে এখনই হাল ছেড়ে দিতে রাজি নন জিদান। শেষ রাউন্ডে নাটকীয়তার আশাবাদ জানিয়ে তাঁর মন্তব্য, ‘আমি সব সময়ই ইতিবাচক। আমরা এখন দ্বিতীয় স্থানে আছি। আর একটা ম্যাচ বাকি আছে। তাই যে কোনো কিছুই হতে পারে। ফুটবলে কী হতে পারে তা আপনি জানেন না। আমাদের শুধু এই কথা মাথায় রেখে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে আর দেখতে হবে কী হয়। প্রথম কাজটা তো আমাদেরই। ম্যাচটা সহজ হবে না আর আমরা তা জানি।’
গত জানুয়ারিতে জিদান দায়িত্ব নেওয়ার পর থেকেই রিয়ালের চমকপ্রদ পারফরম্যান্স। তাঁর অধীনে ২৫ ম্যাচের ২০টিতেই জিতেছে রিয়াল। আতলেতিকোর কাছে ওই হারের পর টানা ১১ ম্যাচে জয় পেয়েছে লিগে। উঠেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। জিদান তাই দুটো শিরোপার স্বপ্নে বিভোর, ‘আসল কথা হলো আমরা নিজেদের দ্বিতীয় স্থানে নিয়ে গিয়েছি। এখন শীর্ষে থাকার জন্য শুধু একটা ম্যাচই বাকি। লিগে আমরা টানা ১১ ম্যাচে জয় পেয়েছি। আমরা দেখাতে চাই যে আমরা দুটো ট্রফিরই যোগ্য।’