শেষের রোমাঞ্চের অপেক্ষায় লা লিগা
কয়েক দিন আগে লড়াইটা ছিল ত্রিমুখী। কিন্তু গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদ হেরে যাওয়ায় স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াই এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে সীমাবদ্ধ। বার্সেলোনা শিরোপা ধরে রাখতে পারবে, নাকি রিয়াল মাদ্রিদ দীর্ঘ চার মৌসুম পর তা পুনরুদ্ধার করবে? উত্তর জানা যাবে আজ শনিবার রাতে। আজ শেষ ম্যাচে বার্সেলোনা খেলবে গ্রানাদার বিপক্ষে। আর রিয়ালের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনা। স্পেনের দুই পরাশক্তিরই লড়াই প্রতিপক্ষের মাঠে।
একসময় লিগের শীর্ষে থাকা বার্সার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে পড়ে শিরোপা-লড়াই থেকে প্রায় ছিটকে গিয়েছিল রিয়াল। স্বয়ং রিয়ালের কোচ জিনেদিন জিদানও আশা ছেড়ে দিয়েছিলেন। তবে ফরাসি কিংবদন্তির অধীনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ে ফিরেছে স্পেনের সফলতম দল। টানা ১১ ম্যাচে জয় পাওয়া রিয়াল এখন বার্সার চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে। আজ বার্সা হোঁচট খেলে আর নিজেরা জিততে পারলে শিরোপা উৎসবে মেতে উঠবে রিয়াল মাদ্রিদ।
আগে হতাশাভরা কথা বললেও জিদান এখন আশাবাদী। গত জানুয়ারিতে দায়িত্ব নিয়ে রিয়ালকে বদলে দেওয়া কোচ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে মরিয়া, ‘আমার স্বপ্ন এখন লা লিগা জয়। এই ক্লাবে খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন ছিলাম। তারপর অনেক ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করেছি। সবশেষে কোচ হয়েছি। ক্লাবের প্রেসিডেন্ট আমাকে কোচ হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে জয়ের জন্য চেষ্টা করতে চাই। গত চার-পাঁচ মাসে আমি অনেক কিছু শিখেছি।’
গত মার্চেও শিরোপা লড়াইয়ে অনেক এগিয়েছিল বার্সা। কিন্তু টানা তিন ম্যাচে হার ও একটি ড্র ডুবিয়েই দিচ্ছিল কাতালানদের। অবশ্য সময়মতো ঘুরে দাঁড়িয়েছেন মেসি-নেইমার-সুয়ারেজরা। সর্বশেষ চার ম্যাচে জিতে আজ তাঁরা শিরোপা অক্ষুণ্ণ রাখার দ্বারপ্রান্তে। এই চার ম্যাচে ২১ গোল করা বার্সাই শিরোপা জয়ে ফেভারিট।
তবে শিরোপা না আসুক, শিষ্যদের ওপরে যথেষ্ট আস্থা লুইস এনরিকের। ২০১৫ সালে বার্সার পাঁচটি শিরোপাজয়ী কোচ জানিয়েছেন, ‘একদিক দিয়ে দেখলে আমরা বেশ অদ্ভুত দল। আমাদের খেলোয়াড়রা ক্লাব আর জাতীয় দলের হয়ে অনেক কিছু জিতেছে। তারা সব ধরনের উত্থান-পতনের সঙ্গেও পরিচিত। আমাদের সামনে দারুণ আকর্ষণীয় ও চিত্তাকর্ষক চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’