গার্দিওলাকে বায়ার্নের বিদায়ী উপহার
বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে শেষটা ভালোই হলো পেপ গার্দিওলার। শিরোপা জিতেই জার্মান পরাশক্তিদের বিদায় জানালেন তিনি। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জার্মান কাপের ফাইনালে বায়ার্ন জিতেছে টাইব্রেকারে ৪-৩ গোলে। নির্ধারিত ৯০ ও অতিরিক্ত ৩০ মিনিটে কোনো গোল হয়নি।
তিন বছরের মিউনিখ-জীবনে ভালোই সাফল্য পেয়েছেন গার্দিওলা। এই স্প্যানিশ কোচের অধীনে তিনটি বুন্দেসলিগা, দুটি জার্মান কাপ আর একটি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে ব্যাভারিয়ানরা। ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ অবশ্য জিততে পারেনি। গার্দিওলার অধীনে টানা তিনবার এই প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে জার্মান পরাশক্তিরা।
তবে বিদায়বেলায় শিষ্যরা হতাশ করেনি গুরুকে। শনিবার রাতে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে প্রায় ৭৪ হাজার দর্শকের সামনে বিদায়ী উপহার পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি গার্দিওলা, ‘এই ক্লাবে অবিশ্বাস্য তিনটি বছর কাটালাম। খেলোয়াড়দের আমি ভীষণ মিস করব। তবে এই ম্যাচ জিতে সন্তুষ্টি নিয়েই বিদায় নিচ্ছি।’
বায়ার্নে মোটের ওপর ভালোই কেটেছে গার্দিওলার। তিন বছরে সাতটা ট্রফি জিতেছেন তিনি। তাঁর কাছে অবশ্য শিরোপার চেয়ে অন্য কিছুর মূল্য বেশি, ‘আমি শিরোপা বা ট্রফির দিকে তাকাই না। এগুলো তো শুধুই সংখ্যা। আমার সবচেয়ে বড় সম্পদ আমার অভিজ্ঞতা।’
বার্সেলোনার সফলতম কোচ গার্দিওলার পরবর্তী ঠিকানা ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাবটির সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।