ফন গালের বিদায়, আসছেন মরিনিয়ো?
লুইস ফন গালকে বরখাস্ত করার দাবিতে অনেক দিন ধরেই সোচ্চার ছিল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। এফএ কাপের ফাইনাল ম্যাচটিকে বিবেচনা করা হচ্ছিল ফন গালের চাকরি বাঁচানোর শেষ সুযোগ হিসেবে। আর এখানে সফলও হয়েছিলেন এই ডাচ কোচ। ২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবারের মতো এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছিল ম্যানইউ। কিন্তু এত কিছু করেও শেষপর্যন্ত চাকরিটা ধরে রাখতে পারলেন না ফন গাল। পড়তে হলো বরখাস্তের খাঁড়ায়।
ফন গালের পর ম্যানইউর নতুন কোচ হিসেবে হয়তো দায়িত্ব নিতে যাচ্ছেন জোসে মরিনিয়ো। প্রিমিয়ার লিগের মাঝপথে চেলসি থেকে বিদায় নিতে হয়েছিল এই পর্তুগিজ কোচকে। গত মৌসুমে চেলসিকে শিরোপা জেতালেও এবার প্রথম ১৬ ম্যাচের মধ্যে নয়টিতেই হারের মুখ দেখেছিল চেলসি। তারপরই সেখান থেকে বিদায় নিয়েছিলেন এ সময়ের অন্যতম সফল এই কোচ। এখন তাঁর কাঁধেই হয়তো হারানো গৌরব পুনরুদ্ধারের ভার দিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
২০১৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়ে বিদায় নিয়েছিলেন কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। তার পর থেকেই ভয়াবহ দুর্দশা চলছে ইংল্যান্ডের অন্যতম সেরা এই ক্লাবটির। ২০১৩-১৪ মৌসুমে কোচের দায়িত্ব নিয়ে চরমভাবে ব্যর্থ হয়েছিলেন ডেভিড ময়েস। ম্যানইউ লিগ শেষ করেছিল সপ্তম অবস্থানে থেকে। সেই মৌসুম শেষেই বরখাস্ত করা হয়েছিল স্কটিশ এই কোচকে।
এরপর ম্যানইউর কোচের আসনে বসেছিলেন ফন গাল। বিশ্বকাপে নেদারল্যান্ডসকে সেমিফাইনালে নিয়ে যাওয়া এই ডাচ কোচকে দেওয়া হয়েছিল হারানো গৌরব পুনরুদ্ধারের দায়িত্ব। কিন্তু সফল হতে পারেননি তিনিও। ২০১৪-১৫ মৌসুমে ম্যানইউর মৌসুম শেষ হয়েছিল ষষ্ঠ অবস্থানে থেকে। আর এবারের মৌসুমে রেড ডেভিলরা ছিল পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। গতবারের মতো এবারও চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারেনি ইংল্যান্ডের সফলতম এই ক্লাব। ফলে বরখাস্তের খাঁড়ায় পড়তে হয়েছে ফন গালকেও। মৌসুমের শেষে দলকে এফএ কাপ জিতিয়েও চাকরি বাঁচাতে পারেননি তিনি।