ম্যানচেস্টার ইউনাইটেডে আসছেন ইব্রাহিমোভিচ?
ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন থেকে সদ্যই বিদায় নিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডেনের এই তারকা ফরোয়ার্ডের পরবর্তী ঠিকানা কী হবে, তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। ইংল্যান্ডের গণমাধ্যমে জোর গুঞ্জন উঠেছে, পরবর্তী মৌসুমে ইব্রাকে হয়তো দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে।
টানা দুই মৌসুমে বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের চাকরিটি হারাতে হয়েছে ডাচ কোচ লুইস ফন গালকে। তাঁর জায়গায় নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে হোসে মরিনিয়োকে। আর ম্যানইউকে নতুন করে সাজানোর দায়িত্ব নেওয়ার পর ইব্রাহিমোভিচই নাকি হবেন পর্তুগিজ এই কোচের প্রথম পছন্দ।
ইউরোপিয়ান ফুটবলে এর আগেও একসঙ্গে দেখা গেছে মরিনিয়ো-ইব্রাহিমোভিচকে। ২০০৮-০৯ মৌসুমে তাঁরা দুজনেই ছিলেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। সেবার ইব্রাহিমোভিচের দুর্দান্ত নৈপুণ্যে ভর করে ইতালিয়ান লিগ জিতেছিল ইন্টার মিলান।
১৭ বছরের পেশাদারি ক্যারিয়ারে ইউরোপের প্রায় সব বড় লিগেই খেলেছেন ইব্রাহিমোভিচ। আর যেখানেই খেলেছেন, সেখানেই লিগ শিরোপা জিতেছেন এই সুইডিশ তারকা। অ্যাজাক্স, ইন্টার মিলান, জুভেন্টাস, বার্সেলোনা, এসি মিলান ঘুরে পা রেখেছিলেন ফরাসি ক্লাব পিএসজিতে। সেখানে টানা চার মৌসুমেই লিগ শিরোপা জিতেছেন তিনি। তবে এখন পর্যন্ত ইংল্যান্ডের কোনো ক্লাবের হয়ে খেলতে দেখা যায়নি ইব্রাকে। নিজের ক্যারিয়ারটা আরো বর্ণিল করে তোলার জন্য তাই ম্যানচেস্টার ইউনাইটেডে আসার প্রস্তাবটা লুফেও নিতে পারেন ৩৪ বছর বয়সী এই তারকা।
আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের আগেই নাকি নিজের পরবর্তী গন্তব্য ঠিক করে ফেলতে চান ইব্রাহিমোভিচ। আর এই গুঞ্জন সত্যি হলে কয়েকদিনের মধ্যেই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে।