চোট পেছনে ফেলে আত্মবিশ্বাসী রোনালদো
আর মাত্র চারদিন পর রিয়াল মাদ্রিদের মহাগুরুত্বপূর্ণ লড়াই। আগামী শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ নগর-প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ। অথচ এমন ম্যাচের আগে কিনা ক্রিস্টিয়ানো রোনালদোর চোট! আজ সকালে প্র্যাকটিসে চোট পেয়ে সমর্থকদের ভয় পাইয়ে দিয়েছিলেন পর্তুগিজ তারকা। তবে রিয়ালভক্তদের জন্য সুখবর, চোট তেমন গুরুতর নয়। সমর্থকদের আশ্বস্ত করেছেন স্বয়ং রোনালদোই।
প্র্যাকটিসের সময় গোলরক্ষক কিকো ক্যাসিয়াসের সঙ্গে ধাক্কা লেগে বাঁ উরুতে ব্যথা পেয়েছেন রোনালদো। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে চলে যাওয়ার সময় মেজাজ ঠিক রাখতে পারেননি। রেগে গিয়ে পানির বোতল ছুড়ে মেরেছিলেন।
পরে অবশ্য চোটটা গুরুতর নয় জানতে পেরে মাথা ঠান্ডা হয়েছে রোনালদোর। বার্তা সংস্থা এএফপিকে তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার জানিয়েছেন, ‘আমি ভালো আছি। অনুশীলনে সামান্য সমস্যা হয়েছিল। তবে আগামীকাল বা পরশুই আমি ঠিক হয়ে যাব।’
রিয়ালের কোচ জিনেদিন জিদানও দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে আশাবাদী, ‘কোনো সমস্যা নেই। আগামী শনিবারের জন্য সে তৈরি হয়ে যাবে। আমি তো মনে করি শারীরিকভাবে আমরা খুব ভালো অবস্থায় আছি।’
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ১০ বার শিরোপা জিতেছে রিয়াল। এবার জিতলে নিজেদের রেকর্ডকে ১১-তে উন্নীত করবে। রোনালদোর সামনেও নিজের রেকর্ড উন্নত করার সুযোগ। দুই বছর আগে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ ১৭ গোল করেছিলেন রিয়ালের সবচেয়ে বড় তারকা। এবার এখন পর্যন্ত ১৬টি গোল করে নিজের রেকর্ড ভেঙে দেওয়ার হাতছানি তাঁর সামনে। রোনালদোর নিজের কাছে অবশ্য ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্য বেশি গুরুত্বপূর্ণ, ‘রেকর্ড ছুলে বা ভাঙতে পারলে খুব ভালো লাগবে। তবে আমি এ নিয়ে চিন্তিত নই। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিরোপা জয়।’