শুরু হলো মরিনিয়োর ম্যানইউ মিশন
ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী কোচ যে জোসে মরিনিয়োই হচ্ছেন, তা প্রায় নিশ্চিতই ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। আজ সেই ঘোষণাটাও দিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তিন বছরের চুক্তিতে ম্যানইউর নতুন কোচের দায়িত্ব গ্রহণ করেছেন মরিনিয়ো।
১৫ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে যেখানেই গেছেন, সেখানেই সাফল্য পেয়েছেন পর্তুগিজ এই কোচ। দুটি ভিন্ন ভিন্ন দেশের ক্লাবের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। চেলসি, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানের কোচ হিসেবে জিতেছেন ঘরোয়া লিগ শিরোপা। সাফল্যের জন্য মরিয়া হয়ে থাকা ম্যানইউ তাই নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য বেছে নিয়েছে মরিনিয়োকেই।
২০১৩ সালে কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় তো দূরের কথা, গত তিনটি আসরে শীর্ষ চারের মধ্যেও জায়গা করে নিতে পারেনি ইংল্যান্ডের সফলতম এই ক্লাবটি। ২০১৩-১৪ মৌসুমে ভয়াবহ দুর্দশার পর বরখাস্তের খাঁড়ায় পড়তে হয়েছিল ডেভিড ময়েসকে। সেবার সপ্তম স্থান নিয়ে প্রিমিয়ার লিগ শেষ করেছিল ম্যানইউ। পরের দুটি মৌসুম রেড ডেভিলদের কোচের দায়িত্ব পালন করেছিলেন নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গাল। কিন্তু তিনিও সাফল্য এনে দিতে পারেননি ম্যানইউকে। ষষ্ঠ ও পঞ্চম স্থান নিয়ে গত দুটি মৌসুম শেষ করার পর বরখাস্ত করা হয়েছে এই ডাচ কোচকেও। এবার চরম টালমাটাল অবস্থায় থাকা ম্যানইউকে সাফল্যের ধারায় ফেরানোর মিশন নিয়ে কোচের দায়িত্ব গ্রহণ করেছেন মরিনিয়ো।
কৌশল নিয়ে অনেক সমালোচনা থাকলেও সাফল্য কীভাবে পেতে হয়, সেটা অবশ্য মরিনিয়ো খুব ভালোমতোই জানেন। ২০০২ সালে পর্তুগালের ক্লাব পোর্তোর দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই তাদের লিগ শিরোপা জিতিয়েছিলেন মরিনিয়ো। পরের মৌসুমে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের শিরোপাটাও জমা করেছিলেন পোর্তোর ট্রফি কেসে।
২০০৪ সালে চেলসির দায়িত্ব নিয়ে ক্লাবটিকে আমূল বদলে দিয়েছিলেন। ৫০ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল চেলসি। ২০০৮ সালে ইন্টার মিলানে গিয়েও বাজিমাত করেছিলেন মরিনিয়ো। ২০০৯-১০ মৌসুমে তাঁর তত্ত্বাবধানেই প্রথমবারের মতো মৌসুমের তিনটি বড় শিরোপা (ট্রেবল) জিতেছিল ইন্টার মিলান। ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে গিয়েও সাফল্য পেয়েছিলেন মরিনিয়ো। ২০১১-১২ মৌসুমে রিয়াল জিতেছিল লা লিগা ও কোপা দেল রে শিরোপা। ২০১৩ সালে দ্বিতীয় দফায় চেলসির দায়িত্ব নিয়েও ২০১৪-১৫ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিলেন মরিনিয়ো।