সমর্থকদের কাণ্ডে রাশিয়াকে শাস্তি!
আসরে এখন পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলেছে তাঁরা। ইউরো কাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে রাশিয়া। ‘বি’ থেকে এক ম্যাচ খেলে এক পয়েন্ট তৃতীয় স্থানে আছে তারা। দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগের দিন তারা পেল দুঃসংবাদ।
সমর্থকদের কাণ্ডে ‘স্থগিত বহিষ্কারাদেশের শাস্তি’ দেওয়া হয়েছে রাশিয়াকে। মানে এবারের ইউরো চলাকালীন রাশিয়ার সমর্থকরা যদি আরেকবার কোনো সহিংস ঘটনা ঘটায়, তাহলে আসর থেকে তাদের দলকে বহিষ্কার করা হবে।
বুধবার উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, সমর্থকদের সহিংস আচরণ, আতশবাজি ও বর্ণবাদী আচরণ কারায় তাদের বিপক্ষে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তা ছাড়া তাদের বিপক্ষে আইনি প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, রাশিয়া ফুটবল ইউনিয়নকে দেড় লাখ ইউরো জরিমানা করেছে উয়েফা। ইউরোর এবারের আসরে বারবার সহিংস ঘটনা ঘটানোয় রাশিয়ার এক দল সমর্থককে এরই মধ্যে দেশে পাঠিয়েও দেওয়া হয়েছে।
উয়েফার এই আদেশের বিপক্ষে রাশিয়া চাইলে আপিল করতে পারবে।