শুরুতেই হোঁচট রোনালদোর পর্তুগালের
বৈশ্বিক কোনো প্রতিযোগিতার প্রথম ম্যাচ। সেটাও আবার এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে। আইসল্যান্ডের হারটাই হয়তো অবধারিত বলে ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু ইউরো কাপের বাছাইপর্বের মতো চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচেও চমক দেখিয়েছে আইসল্যান্ড। শক্তিশালী পর্তুগালকে রুখে দিয়েছে ১-১ গোলে। পর্তুগালের বিপক্ষে এই ড্রটাকেই জয়ের সমান বলে মনে করছেন আইসল্যান্ডের কোচ।
ইউরো কাপের বাছাইপর্বে নেদারল্যান্ডস, তুরস্ক, চেক প্রজাতন্ত্রকে হারিয়ে চমক দেখিয়েছিল আইসল্যান্ড। চূড়ান্ত পর্বের শুরুটাও তারা করেছে দারুণভাবে। প্রথমে পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে ১-১ গোলে ড্র করে। পেয়ে গেছে মূল্যবান একটি পয়েন্ট। অন্যদিকে জয় দিয়ে শুরু করতে না পেরে নিশ্চিতভাবেই হতাশ হয়েছে রোনালদোর পর্তুগাল।
আইসল্যান্ডের বিপক্ষে রোনালদোও সেভাবে জ্বলে উঠতে পারেননি। কয়েকটি গোলের সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি এই পর্তুগিজ তারকা। ৩১ মিনিটে পর্তুগাল প্রথম গোল পেয়েছিল স্ট্রাইকার নানির বদৌলতে। আন্দ্রে গোমেজের দারুণ এক ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন নানি। সেটি জালে জড়াতেও কোনো ভুল হয়নি তাঁর। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ ছিল রোনালদোর সামনে। আইসল্যান্ডের রক্ষণভাগের ভুলে বিপজ্জনক এলাকায় বল পেয়ে গিয়েছিলেন রোনালদো। কিন্তু জোরালো শট নিতে না পারায় সেটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠাতে পারেননি তিনি।
৫০ মিনিটের মাথায় উল্টো আইসল্যান্ডই মেতে উঠেছে গোল উৎসবে। গুডমুন্ডসনের ক্রস থেকে বল পেয়ে গোল করেছেন আইসল্যান্ডের মিডফিল্ডার বার্নাসন। ম্যাচের বাকি সময়ে জয়সূচক গোল করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পর্তুগাল। ৮৬ মিনিটের মাথায় মোক্ষম একটি সুযোগ কাজে লাগাতে পারেননি রোনালদো। নানির ক্রস থেকে একেবারে ফাঁকায় বল পেয়েছিলেন তিনি। কিন্তু হেড করে লক্ষ্যভেদ করতে পারেননি।
পর্তুগালের বিপক্ষে এ ড্রকেই জয়ের সমান বলে মন্তব্য করেছেন আইসল্যান্ডের কোচ হেলমির হ্যালগ্রিমসন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের রক্ষণভাগ ছিল দুর্দান্ত। আমরা সত্যিই খুব সংগঠিতভাবে খেলেছি আর কঠোর পরিশ্রম করেছি। এক বা দুটি পরিস্থিতি ছাড়া আমরা খুবই মনোযোগী ছিলাম। আর এটা আমাদের জন্য একটা বড় দলীয় জয়।’
ইউরো কাপে ‘এফ’ গ্রুপের অপর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে হাঙ্গেরি। এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও দখল করেছে তারা। এক পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে পর্তুগাল ও আইসল্যান্ড।