ব্রাজিলে নতুন কোচ নিয়ে শুরুতেই বিতর্ক
কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ের পর বরখাস্ত করা হয়েছে কোচ দুঙ্গাকে। ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের সফল কোচ টিটেই যে দুঙ্গার ছেড়ে যাওয়া আসনে বসতে যাচ্ছেন, তা অনেকটাই নিশ্চিত। তবে দায়িত্ব নেওয়ার আগেই বিতর্ক তৈরি হয়েছে ব্রাজিলের সম্ভাব্য এই নতুন কোচকে নিয়ে। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগের পর হুট করেই করিন্থিয়ান্সের দায়িত্ব ছেড়ে দিয়েছেন টিটে। আর যেভাবে তিনি বিদায় নিয়েছেন, তা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন করিন্থিয়ান্সের সভাপতি রবার্তো আন্দ্রাদে।
টিটেকে নতুন কোচ করার ঘোষণা এখনো আনুষ্ঠানিকভাবে আসেনি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। তবে তিনিই যে ব্রাজিলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, তা নিশ্চিত করে দিয়েছেন করিন্থিয়ান্সের সভাপতি আন্দ্রাদে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘প্রফেসর টিটে এখন আর করিন্থিয়ান্সের কোচ নন। আগামীকালের (বৃহস্পতিবার) ম্যাচে তিনি দায়িত্বে থাকবেন না।’
জাতীয় পর্যায়ে কখনোই কোনো দলের কোচের দায়িত্ব পালন করেননি টিটে। কিন্তু ব্রাজিলের ঘরোয়া ফুটবলে তিনি খুবই জনপ্রিয়। করিন্থিয়ান্স বেশ কিছু স্মরণীয় সাফল্য পেয়েছে টিটের তত্ত্বাবধানে। ২০১১ ও ২০১৫ সালে জিতেছে ব্রাজিলিয়ান লিগ শিরোপা। ২০১২ সালে লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা কোপা লিবার্তোদোরেসের শিরোপাও উঠেছে করিন্থিয়ান্সের ট্রফি কেসে। সে বছর ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও জিতেছিল করিন্থিয়ান্স। এমন সফল একজন কোচকে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) প্রায় হাইজ্যাক করে নিয়ে গেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাব সভাপতি আন্দ্রাদে, ‘সিবিএফ যেভাবে টিটেকে এখান থেকে নিয়ে গেছে তাতে আমি খুবই ক্ষুব্ধ। আমাকে একটা ফোনও করা হয়নি। এখন সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর তারা আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। ব্রাজিলের জাতীয় দল টিটেকে পাওয়ার যোগ্য না। তারা যেভাবে টিটেকে এই ক্লাব থেকে নিয়ে গেল, তা দেখলে স্পষ্টই বোঝা যায় যে তারা নীতিবান মানুষের সঙ্গে কাজ করতে অভ্যস্ত না।।’
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন অবশ্য এর আগেও উঠেছে। সিবিএফের সর্বশেষ তিন সভাপতির বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগ উঠেছিল যুক্তরাষ্ট্রে। বর্তমান সভাপতি মার্কো পোলো দেল নেরোর অব্যাহতি দাবি করে বিবৃতি দিয়েছিলেন পেলে, জিকো, রাইয়ের মতো কিংবদন্তি ফুটবলাররা।