পোল্যান্ডে বিকল ‘জার্মান-যন্ত্র’
ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে ইউরো কাপের শুরুটা দারুণভাবেই করেছিল বিশ্বকাপজয়ী জার্মানি। ‘জার্মান-যন্ত্র’ ছুটতে শুরু করেছে আর তাতে প্রতিপক্ষরা একের পর এক পিষ্ট হবে, এমন ধারণাই করেছিলেন বিশ্লেষকরা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই যেন বিকল হয়ে গেল ‘জার্মান-যন্ত্র’। প্রতিবেশী পোল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হলো জার্মানিকে।
পোল্যান্ডের বিপক্ষে রক্ষণটা ভালোভাবে সামলাতে পারলেও আক্রমণে একেবারেই নখদন্তহীন অবস্থায় দেখা গেছে জার্মানিকে। প্রথমার্ধে মাত্র একবার গোলের সুযোগ তৈরি করতে পেরেছিলেন জার্মান ফুটবলাররা। ৪ মিনিটের মাথায় মারিও গোটশের হেড চলে যায় গোলপোস্টের কিছুটা ওপর দিয়ে। এরপর বলার মতো আর কোনো আক্রমণ শানাতে দেখা যায়নি জার্মানিকে।
দ্বিতীয়ার্ধে জার্মানির রক্ষণভাগে বেশ কয়েকবার ভীতি ছড়িয়েছিলেন পোল্যান্ডের ফরোয়ার্ডরা। কিন্তু কোনোবারই তাঁরা বল পাঠাতে পারেননি কাঙ্ক্ষিত লক্ষ্যে। দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই গোল করার দারুণ সুযোগ ছিল পোল্যান্ডের সামনে। কামিল গ্রোসিস্কির ক্রস থেকে একেবারে গোলপোস্টের সামনে বল পেয়েও সেটি জালে জড়াতে পারেননি আর্কাদিয়ুস্ক মিলিক। ৬০ মিনিটের মাথায় আরেকটি গোলের সুযোগ নষ্ট করেছেন এই পোলিশ ফরোয়ার্ড।
পোল্যান্ডের বিপক্ষে গোলশূন্য এই ড্র-টা হতাশাজনক হলেও ম্যাচ শেষে সন্তুষ্টিই প্রকাশ করেছেন জার্মানির ডিফেন্ডার জেরোমে বোয়েটাং। হার নিয়ে যে মাঠ ছাড়তে হয়নি, এ জন্যই খুশি জার্মানির এই ডিফেন্ডার। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের মুভমেন্ট ভালো ছিল না। তাই এই ড্র নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। রক্ষণের দিক দিয়ে আমরা ভালোই ছিলাম। কিন্তু আক্রমণের ক্ষেত্রে অনেক কিছুই ছিল না। আমাদের আরো আক্রমণাত্মকভাবে খেলতে হতো।’
ইউরো কাপে ‘সি’ গ্রুপের অপর ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড। ফলে টানা দুটি হারের পর বিদায় নিশ্চিত হয়ে গেছে ইউক্রেনের। তবে নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে অপর তিন দলের সামনে। চার পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে জার্মানি ও পোল্যান্ড। তৃতীয় স্থানে থাকা নর্দার্ন আয়ারল্যান্ডের সংগ্রহ তিন পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করলেই শেষ ষোলোর টিকেট পেয়ে যাবে জার্মানি ও পোল্যান্ড।