ড্র করেও গ্রুপসেরা ফ্রান্স
প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলোতে উত্তরণ নিশ্চিত করে ফেলেছিল ফ্রান্স। গ্রুপের শেষ ম্যাচে অবশ্য জয়ের হাসি হাসতে পারেনি ইউরো কাপের আয়োজকরা। তবে সুইজারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করলেও ‘এ’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ফরাসিরা।
রোববার ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে চমক দেখিয়েছে আলবেনিয়া। রোমানিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। ৪৩ মিনিটে আলবেনিয়ানদের জয়সূচক গোলদাতা আরমান্দো সাদিকু।
‘এ’ গ্রুপের সব খেলা শেষে ফ্রান্সের অর্জন সাত পয়েন্ট। পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হওয়া সুইজারল্যান্ডও নিশ্চিত করেছে শেষ ষোলোতে উত্তরণ। তৃতীয় আলবেনিয়ার সংগ্রহ তিন পয়েন্ট। সবার নিচে থাকা রোমানিয়ার মাত্র এক পয়েন্ট।
ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি শেষ ষোলোতে খেলার সুযোগ পাবে এবারের ইউরোতে। সেখানে তাদের সঙ্গী হবে সেরা চারটি তৃতীয় দল। সেই হিসেবে আলবেনিয়ার এখনো শেষ ষোলোতে খেলার আশা টিকে আছে।
ফ্রান্সের দুর্ভাগ্য, তিন-তিনবার তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে সুইজারল্যান্ডের পোস্ট। প্রথমার্ধে পল পোগবার দুটি প্রচেষ্টা ফিরে এসেছে ক্রসবারে লেগে। বিরতির পর বদলি হিসেবে নামা দিমিত্রি পাইয়েতও একই দুর্ভাগ্যের শিকার। ৭৫ মিনিটে মুসা সিসোকোর চমৎকার ক্রস থেকে দুর্দান্ত হেড করেছিলেন পাইয়েত। কিন্তু বল আবারও ফরাসিদের হতাশ করে বাধা পেয়েছে ক্রসবারে। তাই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ‘লা ব্লুজ’কে।