নতুন ব্রাজিল কোচের কঠিন মিশন
কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ব্রাজিল রীতিমতো টালমাটাল। দুঙ্গাকে বরখাস্ত করে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে টিটেকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন কোচ শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে। টিটে জানিয়েছেন, ব্রাজিলকে বিশ্বকাপের টিকেট এনে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।
বিশ্বকাপে ব্রাজিলের এমন একটা কীর্তি আছে, যা আর কোনো দেশের নেই। শুধু ‘সেলেসাও’রাই বিশ্বকাপের প্রতিটি আসরে খেলেছে। তবে এমন কীর্তিধন্য দলটি এখন শঙ্কার মধ্যে। ১০ দলের দক্ষিণ আমেরিকা অঞ্চলে ষষ্ঠ স্থানে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় ব্রাজিল।
সোমবার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তাই সবার আগে বিশ্বকাপ নিয়ে উৎকণ্ঠা ধ্বনিত হয়েছে টিটের কণ্ঠে। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের মনোযোগ এখন বিশ্বকাপ বাছাইপর্বের দিকে। বাছাইপর্বে আমরা নিরাপদ নই। আমি মনে করি আমরা কোয়ালিফাই করতে পারব। তবে এখন আমরা যথেষ্ট ঝুঁকির মধ্যে আছি। আর এটা মেনে না নিলে বাস্তবতা থেকেই মুখ ফিরিয়ে থাকব আমরা।’
৫৫ বছর বয়সী টিটে ব্রাজিলের অলিম্পিক দলের দায়িত্ব নেওয়ারও প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু বাছাইপর্বে মনোযোগ দেওয়ার জন্য সেই প্রস্তাবে সাড়া দেননি। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘আমাদের দল ভালো ফল পায়নি বলেই আজ আমি এখানে। জাতীয় দল আর বিশ্বকাপে কোয়ালিফাইয়ের লক্ষ্যপূরণকেই আমি অগ্রাধিকার দিচ্ছি। যত দ্রুত সম্ভব সমন্বয়ের মাধ্যমে দলের সেরা চেহারা ফিরিয়ে আনতে হবে। পরবর্তী দুটো ম্যাচ আর তারপর পুরো বাছাইপর্বকে গুরুত্ব দিচ্ছি আমরা।’
আগামী সেপ্টেম্বরে ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের পরের দুটো ম্যাচ খেলবে ব্রাজিল। লাতিন আমেরিকার প্রথম চারটি দল সরাসরি আগামী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর পঞ্চম দলকে খেলতে হবে প্লেঅফ ম্যাচে।