জার্মানি-পোল্যান্ড শেষ ষোলোতে
গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুদলের জয়ের ব্যবধান এক, পয়েন্টও সমান। তবে গোল গড়ে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষস্থান জার্মানির দখলে। মঙ্গলবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘সি’ গ্রুপের শেষ দুই ম্যাচের একটিতে জার্মানি ১-০ গোলে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়েছে। অন্য ম্যাচে ইউক্রেনের বিপক্ষে পোল্যান্ডও জিতেছে ১-০ গোলেই।
‘সি’ গ্রুপের সব খেলা শেষে দুটি জয় ও একটি ড্রয়ের সুবাদে জার্মানির সংগ্রহ ৭ পয়েন্ট। পোল্যান্ডের পয়েন্টও ৭। তবে পোলিশদের (+২) চেয়ে জার্মানদের (+৩) গোল গড় ভালো। বিশ্বচ্যাম্পিয়নরা তাই গ্রুপসেরা। দুদলই অবশ্য সরাসরি শেষ ষোলোতে খেলার সুযোগ পাচ্ছে।
তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হওয়া উত্তর আয়ারল্যান্ডেরও সম্ভাবনা আছে পরবর্তী পর্বে খেলার। সে জন্য তাদের সেরা চারটি তৃতীয় দলের মধ্যে থাকতে হবে। তিন ম্যাচেই হেরে যাওয়ায় শূন্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে ইউক্রেনকে।
প্যারিসে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে জার্মানির জয়ের নায়ক মারিও গোমেজ। ম্যাচের ২৯ মিনিটে টমাস মুলারের পাস থেকে জয়সূচক গোল করেছেন তিনি।
মার্সেইয়ে পোল্যান্ড-ইউক্রেন লড়াইয়ের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ইয়াকুব ওয়াশচেকভস্কি। ৫৪ মিনিটে তাঁর লক্ষ্যভেদই তিন পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করেছে পোলিশদের।