স্পেনকে হারিয়ে ক্রোয়েশিয়া গ্রুপসেরা
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ড্র করলেই চলত স্পেনের। অন্যদিকে ক্রোয়েশিয়ার প্রয়োজন ছিল জয়। লক্ষ্যপূরণ হয়েছে ক্রোয়েশিয়ার। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গত দুবারের শিরোপাজয়ী স্পেনকে ২-১ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপে ক্রোয়াটদের অবস্থান সবার ওপরে। মঙ্গলবার গ্রুপের অন্য ম্যাচে তুরস্ক ২-০ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে।
‘ডি’ গ্রুপের সব ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার সাত, স্পেনের ছয়, তুরস্কের তিন আর চেকদের এক পয়েন্ট। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে ক্রোয়েশিয়া ও স্পেন সরাসরি খেলবে শেষ ষোলোতে। সেরা চারটি তৃতীয় দলের মধ্যে থাকতে পারলে তুরস্কও সঙ্গী হবে তাদের।
বর্দোতে সপ্তম মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে জয়ের স্বপ্ন দেখছিল স্পেন। বিরতির ঠিক আগে দুর্দান্ত গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফিরিয়েছেন নিকোলা কালিনিচ। ৭২ মিনিটে অধিনায়ক সার্জিও রামোসের পেনাল্টি মিস হতাশ করেছে স্পেনকে। তবে সেই হতাশা বহুগুণ বেড়ে গেছে ৮৭ মিনিটে কালিনিচের পাস থেকে ইভান পেরিসিচের গোলে। আর এই গোল ক্রোয়াটদের এনে দিয়েছে তিনটি মূল্যবান পয়েন্ট।
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দশম মিনিটে তুরস্ককে এগিয়ে দিয়েছেন বুরাক ইলমাজ। ৬৫ মিনিটে ওজান তুফানের গোলে নিশ্চিত হয়েছে তুর্কিদের জয়।